বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আগ্রহ কম, দেখাবে বিটিভি
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
4
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
-
5
জাওয়াদের ব্যাটে দাপট, নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আগ্রহ কম, দেখাবে বিটিভি
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আগ্রহ কম, দেখাবে বিটিভি
বাংলাদেশ-জিম্বাবুয়ের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মনোনীত স্যাটেলাইট প্রোডাকশন ফিডের মাধ্যমে এই সম্প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।
আগামী ২০ এপ্রিল সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
এর আগে ধারাভাষ্য ও সম্প্রচার স্বত্ব বিক্রির লক্ষ্যে গত ১৯ মার্চ ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ (EOI) আহ্বান করেছিল বিসিবি। তবে নির্ধারিত সময়সীমা (৭ এপ্রিল) পেরিয়ে গেলেও কোনো বিড জমা পড়েনি।
বিসিবির এক সূত্র দ্য ডেইলি স্টার কে নাম প্রকাশ না করার শর্তে জানায়, “সিরিজটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সন্দেহ থাকায় আগ্রহ দেখায়নি সম্প্রচার প্রতিষ্ঠানগুলো।”
উল্লেখ্য, দেশের মাটিতে বাংলাদেশের ম্যাচ সম্প্রচারে দীর্ঘদিন ধরে যুক্ত ছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে থাকা টি স্পোর্টস ও জিটিভি। তবে গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।
নতুন সম্প্রচার সঙ্গী এখনও খুঁজে না পেলেও বিটিভিকে ভরসা করে অন্তত দেশের ক্রিকেটপ্রেমীদের খেলা দেখার সুযোগ করে দিয়েছে বিসিবি। বেসরকারি টিভিগুলোর অনাগ্রহ থাকলেও রাষ্ট্রীয় টিভির এই সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিয়েছে সমর্থকদের।
