Image

ম্যাচ জয়ের ব্যাপারে যা বললেন লিটন দাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ জয়ের ব্যাপারে যা বললেন লিটন দাস

ম্যাচ জয়ের ব্যাপারে যা বললেন লিটন দাস

ম্যাচ জয়ের ব্যাপারে যা বললেন লিটন দাস

রাওয়ালপিন্ডিতে আগের প্রথম ঘণ্টার পর দিনের বাকি সময়ে পুরোটাই ছিল বাংলাদেশের আধিপত্য। লিটন দাসের সেঞ্চুরির পর হাসান মাহমুদ জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে রাখেন চালকের আসনে। চতুর্থ দিনের শুরুটাও নিজেদের মতো করে করতে চায় বাংলাদেশ। লিটনের আশা, বোলাররা বাংলাদেশকে এই টেস্টে আরও এগিয়ে দিবে। পাকিস্তানের ব্যাটারদের জন্যও টোটকা দিয়ে রাখলেন লিটন দাস।

পরপর দুই ওভারে হাসান মাহমুদের শিকার ওপেনার আবদুল্লাহ শফিক ও খুররম শাহজাদ। দিনের খেলা শেষ হওয়ার আগে পাকিস্তানের লিড ২১ রানের, হাতে বাকি ৮ উইকেট। রাওয়ালপিন্ডিতে খেলা বাকি এখনও দুই দিনের। ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। ৯ রানে ২ উইকেট, ম্যাচ জয়ের ব্যাপারে লিটন দাসের চোখ,  

'দেখেন বৃষ্টির জিনিসটা তো আমাদের হাতে নেই। তবে আমরা যদি আগামীকাল এসে শুরুতে অনেক ভালো বল করতে পারি, যেকোনো কিছু ঘটতে পারি। উইকেটে নতুন বলের জন্য কিছুটা সাহায্য আছে। যদি আমরা শুরুতে আবার ব্রেক থ্রু দিতে পারি, মোমেন্টাম যদি আমাদের হাতে চলে আসে একবার আমরা এখান থেকে সহজেই কামব্যাক দিতে পারব।'

'আসলে এটা বলা একটু কঠিন। আমি বলতে চাচ্ছি না যে, তাদের অনেক সহজেই অলআউট করে দিব। আমাদের দায়িত্ব নিতে হবে বোলিং এবং ফিল্ডিং ইউনিট হিসেবে। যদি আমরা ভালো জায়গায় বল করে যেতে পারি তাহলে তারা সংগ্রাম করবে। এই উইকেটে আসলে ব্যাটিং করাটা সহজ নয়, দ্রুত রান করা কঠিন। এখানে সময় নিয়ে তারপর ব্যাট করতে হয়। যদি আমরা ভালো বল করি তাহলে তাদের চাপে ফেলতে পারব। কারণ আমাদের পেস এবং স্পিন ইউনিট বেশ ভালো। দেখা যাক কাল কী হয়।'

লিটন দাসের ঐতিহাসিক সেঞ্চুরিতে বাংলাদেশ পায় স্বস্তি। যেখানে সকালের সেশনটা ছিল ভুলে যাওয়ার মতো। ২৬ রানে ৬ উইকেট হারনো বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ২৬২ রানে। ১৩৮ রানের অনবদ্য ইনিংস খেলে রাওয়ালপিন্ডিতে লিটন পেলেন উষ্ণ অভ্যর্থনা। ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরিতে লিটন দলকে প্রায় অসম্ভব অবস্থানে পৌঁছে দেন। ৯ম উইকেট ৬৯ রানের জুটিতে তার সঙ্গী হন হাসান মাহমুদ। এর আগে মিরাজ-লিটন মিলে যোগ করেন ১৬৫।

Details Bottom
Details ad One
Details Two
Details Three