Image

মিরাজ আর হাসানকে কৃতিত্ব দিলেন লিটন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরাজ আর হাসানকে কৃতিত্ব দিলেন লিটন

মিরাজ আর হাসানকে কৃতিত্ব দিলেন লিটন

মিরাজ আর হাসানকে কৃতিত্ব দিলেন লিটন

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৬২ রানের মধ্যে লিটন দাসের একার রানই ১৩৮! ২৬ রানে ৬ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে লড়াকু পুঁজি এনে দেন স্কোরবোর্ডে। এমনকি অসাধারণ ব্যাটিং করে নিজের নাম লিখেছেন রাওয়ালপিন্ডির অর্নাস বোর্ডেও।

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমে কথা বলতে এসেছিলেন লিটন কুমার দাস। কথা বলতে গিয়ে উঠে আসে মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়ার বিষয়টি। ২৬ রানে ৬ উউকেট পড়ে যাওয়ার পর মিরাজের সাথে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। জুটি প্রসঙ্গে লিটন বলেন,

"আমি মেহেদীর সাথে ব্যাটিং করাটা উপভোগ করি। সে সবসময় ইতিবাচক থাকে। আমরা সবসময় ভেবেছি কীভাবে আমরা রান করতে পারি। জানি আমরা ব্যাকফুটে ছিলাম তখন, তবে সুযোগ ছিল। বড় রান পেতে আপনাকে সুযোগ লুফে নিতেই হবে। খুররাম নতুন বলে দারুণ বল করেছে।"

৬ উইকেট পড়ে যাওয়ার পর কেমন অনুভূতি এবং কী কথা হচ্ছিলো মিরাজের সাথে তার উত্তরে লিটন বলেন, "কিছুটা নার্ভাস ছিলাম তখন। কারণ আমি কখনওই ভাবিনি ড্রিংক্স ব্রেকের আগেই আমাকে ব্যাটিংয়ে নামতে হবে। কিছুটা নার্ভাস ছিলাম সেজন্য। মিরাজ এবং আমি যখন ব্যাট করছিলাম তখন আমরা বলছিলাম যে তাদের এখন ভালো মোমেন্টাম আছে। আমরা সময় নিব এবং দেখা যাক সামনে কী হয়।"

মিরাজ আউট হয়ে যাবার পরপরই আউট হয়ে যান তাসকিনও। তারপরে ক্রিজে আসেন পেস বোলার হাসান মাহমুদ। যোগ্য সঙ্গ দেন লিটনকে, করেন দায়িত্বশীল ব্যাটিং। লিটনের সাথে ১৫০ বল খেলে জুটি গড়েন ৬৯ রানের। এমন মুহুর্তে হাসান মাহমুদের এমন ব্যাটিং তাই প্রসংশাযোগ্য। এব্যাপারে লিটন বলেন,

"একটা জিনিস ছিল হাসান যখন আসে আমি তখন ডিফেন্সিভ মাইন্ডসেটে চলে গিয়েছিলাম। আমার বেলায় সব ফিল্ডারই বাইরে। আমার কোনো সুযোগই ছিল না যে বাউন্ডারি বের করার। এখানে হাসানকে কৃতিত্ব দিতে হবে যে সে আমাকে অনেকক্ষণ ধরে খেলানোর সুযোগ দিয়েছে। হাসানের সাথে কথা ছিল, যতক্ষণ আমরা উইকেটে থাকব, ১-২ রান করে রান আগাবে। যতটা রান আগাবে লিডের পরিমাণটা তাদের কমবে। ফলে অই প্ল্যানিংয়েই আমরা এগিয়েছে।"

পাকিস্তানের বিপক্ষে ১৩৮ রানের এই ইনিংসটি ক্যারিয়ারের সেরা ইনিংস কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, "না আসলে। আমি ১৪১ রানের ইনিংস খেলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে। একই ঘটনা ঘটেছিল তখন। আমার মনে হয় ভালো পুঁজি পেয়েছি আমরা। এরকম সুযোগ পাওয়ায় আমি ভাগ্যবান ছিলাম। আমি বেশ খুশি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three