Image

লিটনের নেতৃত্বে ২০২৬ সালের বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লিটনের নেতৃত্বে ২০২৬ সালের বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

লিটনের নেতৃত্বে ২০২৬ সালের বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

লিটনের নেতৃত্বে ২০২৬ সালের বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। নতুন অ্যাসাইনমেন্ট লিটন শুরু করবেন আসন্ন আরব আমিরাত সিরিজ দিয়ে। এরপর ১৬ সদস্যের দল নিয়ে পাকিস্তান সফরে যাবেন লিটন। 

যত আলোচনা, গুঞ্জন; সব সত্যি হলো। বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার লম্বা সময় পর আজ আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি। চোট কাটিয়ে আরব আমিরাত সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার পথে ক্যাপ্টেন লিটন দাস। 

প্রস্তুতির অংশ হিসেবে শারজাহতে খেলবে বাংলাদেশ। এই সিরিজের পরপরই পাকিস্তানের মাটিতে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। লিটন দাসের সাথে সহ-অধিনায়ক হিসেবে আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল-

লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three