Image

প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন লিটন দাস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন লিটন দাস

প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন লিটন দাস

প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন লিটন দাস

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়া ১০ উইকেটের জয়। ঐতিহাসিক জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিকুর রহিমের পর পুরষ্কার হিসাবে পাওয়া অর্থ বন্যার্তদের দেবার ঘোষণা দিলেন লিটন দাসও। 

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলা। বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ম্যাচসেরা হয়ে ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছিলেন মুশফিকুর রহিম, তবে সেটা তিনি দিবেন বন্যার্তদের জন্য।

এনার্জেটিক ব্যাটার অব দ্য ম্যাচের পুরষ্কার হিসাবে পাওয়া ১ লাখ পাকিস্তানি রুপি বন্যার্তদের দেবার ঘোষণা দিলেন লিটন দাস।

লিটন দাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে জানানো হয়, 'পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টাও ঠিকমত উপভোগ করতে পারছি না, মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে এনার্জেটিক প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরষ্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেবার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তাঁরা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।'

Details Bottom