Image

পারিবারিক কারণে সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ক্লাসেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পারিবারিক কারণে সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ক্লাসেন

পারিবারিক কারণে সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ক্লাসেন

পারিবারিক কারণে সিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন ক্লাসেন

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪। এবারের আসরে অংশ নেবেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটার হেনরিখ ক্লাসেন। আসর শুরু হওয়ার ঠিক আগ মুহুর্তে পারিবারিক কারণ দেখিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে আসেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটার হেনরিখ ক্লাসেন বিশ্বের অন্যতম সেরা পাওয়ার-হিটার। তার অনুপস্থিতি সিপিএলে তার দল সেন্ট লুসিয়া কিংসের জন্য একটি বড় ক্ষতি। সিপিএল ড্রাফটের আগে তাকে সরাসরি চুক্তিবদ্ধ করেছিলো সেন্ট লুসিয়া কিংস।

গত আসরে সেন্ট লুসিয়া কিংস পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে এলিমিনেটর খেলেছিলো। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টিম সেইফার্টের বদলি হিসাবে ক্লাসেনকে দলে দেয়া হয়েছিলো। ২০২২ সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলের হয়ে খেলেছিলেন তিনি। ৫ ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে করেছিলেন ১১৮ রান। 

তারপরের দুই বছরে হেনরিখ ক্লাসেন ক্লাব এবং দেশ উভয়ের হয়ে ৮২ টি-টোয়েন্টি খেলেছে। ১৬৯ স্ট্রাইক রেটে ২২৯৩ রান করেছেন। যার মধ্যে আছে দুটি শতক এবং ১৬ টি অর্ধশতক।

Details Bottom
Details ad One
Details Two
Details Three