আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি: খুররম
আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি: খুররম
আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি: খুররম
লিটন দাসের ১৩৮ রানের ইনিংসের পর অনেকটাই ঢাকা পড়ে গেছে পাকিস্তানি বোলার খুররাম শাহজাদের ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব। রবিবার বাংলাদেশী ব্যাটারদের টপ অর্ডার একাই ধ্বসিয়ে দিয়েছেন খুররাম। তার বোলিং তোপে মাত্র ২৬ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
খুররাম শাহজাদের অসাধারণ বোলিংয়েও লিটন-মিরাজের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। দিনশেষে সংবাদ সম্মেলনে লিটন-মিরাজের জুটিকে দূর্ভাগ্যজনক বলেছেন তিনি। তিনি বলেন, "পিচে তো পরিবর্তন ছিলই। সাহায্য ছিল অনেক। শুরুতেই আমরা উইকেট তুলে তাদের চাপে ফেলে দিয়েছিলাম। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা দারুণ জুটি গড়ে ফেলে বড় রান তুলে ফেলেছে।"
প্রথম ইনিংসে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশের। তবে পরবর্তীতে ঘুড়ে দাঁড়ায় টাইগার ব্যাটাররা। পরবর্তী দিনটা খুব গুরুত্বপূর্ণ। জয়ের সম্ভবনা এখনো দুই দলের সমান সমান। ম্যাচ জয়ের লক্ষ্যে পাকিস্তান পরের দিন মাঠে নামবে জামিয়ে খুররাম বলেন,
"দেখুন আমরা ইতিবাচক আছি। আমাদের ব্যাটিং ইউনিটের সামর্থ্য রয়েছে আগামীকাল ভালো একটি পুঁজি দাঁড় করানোর। তাদেরকে অলআউট করার বিশ্বাসও আমাদের রয়েছে। ফলে আমরা ম্যাচ জয়ের লক্ষ্যেই এগোচ্ছি ইনশাল্লাহ। "
বাংলাদেশ ৬ উইকেট হারানোর পর ১৬৫ রানের জুটি গড়ে লিটন ও মিরাজ। এই জুটি ভাঙতে পাকিস্তানি বোলারদের পরিকল্পনা কি ছিলো প্রশ্নের উত্তরে খুররাম বলেন,
"পেশাদার ক্রিকেটার হিসেবে সব ধরনের পরিস্থিতির জন্যই আসলে প্রস্তুত থাকতে হয়। যদি সুইং হয় তাহলে তো বেশ ভালো। সুইং না হলে কীভাবে রান আটকানো যায় সেই প্ল্যানে আমরা বোলিং করার চেষ্টা করি, যেন ব্যাটাররা ভুল করে। ফলে যখন জুটি হল আমরা চেষ্টা করেছি শৃঙ্খলা ধরে রেখে বোলিং করে যেতে, রান আটকাতে।"