Image

অবশেষে জিম্বাবুয়ের খেলোয়াড়রা পেল নতুন হেড কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অবশেষে জিম্বাবুয়ের খেলোয়াড়রা পেল নতুন হেড কোচ

অবশেষে জিম্বাবুয়ের খেলোয়াড়রা পেল নতুন হেড কোচ

অবশেষে জিম্বাবুয়ের খেলোয়াড়রা পেল নতুন হেড কোচ

জিম্বাবুয়ে জাতীয় দলের হেড কোচ হলেন জাস্টিন স্যামন্স। ডেভ হাউটনের পদত্যাগের ছয় মাসেরও বেশি সময় পরে পূর্ণকালীন প্রধান কোচ হিসাবে স্যামন্সের নিয়োগ। এছাড়াও জিম্বাবুয়ের সাবেক টেস্ট ও ওয়ানডে খেলোয়াড় ডিওন ইব্রাহিম পেলেন সহকারী কোচের দায়িত্ব।

১২ টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে জিম্বাবুয়ে একটি, তবে তারা ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। চলমান টুর্নামেন্টের মাঝেই তাই চমক হিসাবে জিম্বাবুয়ে ক্রিকেট বদলে ফেলল তাদের কোচিং প্যানেল। 

এক বিবৃতিতে জেডসি নিশ্চিত করেছে, জিম্বাবুয়ের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাস্টিন স্যামন্স। কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কাজ করা জাস্টিন স্যামন্সকে জিম্বাবুয়ের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

হাউটনের পদত্যাগের পর, চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরের সময় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ওয়াল্টার চাওয়াগুতা দলের সাথে ছিলেন। মে মাসে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের হয়ে একই ধরনের দায়িত্ব পালন করেন স্টুয়ার্ট মাতসিকেনেরি।

স্যামন্স এর আগে দক্ষিণ আফ্রিকার হাই-পারফরম্যান্স প্রোগ্রামের অংশ ছিলেন এবং বেশ কয়েকটি ঘরোয়া দলের সাথে কাজ করেছেন। তিনি ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটিং পরামর্শকও ছিলেন। ইব্রাহিম ২৯ টেস্ট এবং ৮২টি ওয়ানডেতে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন, পরে নিউজিল্যান্ডে কোচিং ক্যারিয়ার শুরু করে ব্ল্যাক ক্যাপসের সাথেও জড়িত ছিলেন। জিম্বাবুয়ে দলের বাকি সাপোর্ট স্টাফদের নিয়োগ করা হবে স্যামন্সের সঙ্গে পরামর্শ করে। 

Details Bottom