৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জশ হালের অভিষেক ইংল্যান্ড জার্সিতে!
৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জশ হালের অভিষেক ইংল্যান্ড জার্সিতে!
৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার জশ হালের অভিষেক ইংল্যান্ড জার্সিতে!
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ওভাল টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করেছে। ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার জশ হাল ইংলিশ সাদা পোশাকে নামবেন নিজের অভিষেক ম্যাচ খেলতে।
মার্ক উডের ইনজুরিতে বদলি হিসাবে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পান তরুণ বাঁহাতি পেসার জশ হাল। এবার ম্যাথু পটসের পরিবর্তে জায়গা করে নিলেন ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টের একাদশে। ক্রিস ওকস, ওলি স্টোন এবং গাস অ্যাটকিনসনের সঙ্গে হালকে দেখা যাবে ইংল্যান্ডের পেস আক্রমণে।
২০ বছর বয়সী হালের লিস্ট-এ ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। এখন পর্যন্ত ৯টি প্রথম শ্রেণির ম্যাচে সংগ্রহ করেছেন মোট ১৭ উইকেট। ২১টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলা হালের নামের পাশে আছে আরও ২৩ উইকেট।
হালকে জায়গা দিতে একাদশ থেকে ছিটকে যাওয়া ম্যাথু পটস অবশ্য প্রথম দুই টেস্টে খুব একটা প্রভাব ফেলতে পারেননি। পটস চার ইনিংস জুড়ে মাত্র পাঁচ উইকেট শিকার করেন। তাই তাকে ছাড়াই শেষ ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।
প্রথম দুই টেস্ট জিতে এরমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। ওলি পোপের দল আগামী শুক্রবার লন্ডনের দ্য ওভালে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ে নামবে শেষ ম্যাচে।
তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জশ হাল, ওলি স্টোন ও শোয়েব বশির।