Image

৩৩ তম শতক গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৩৩ তম শতক গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট

৩৩ তম শতক গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট

৩৩ তম শতক গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান লর্ডস টেস্টে ৩৩ তম শতরান করে প্রয়াত ক্রিকেটার গ্রাহাম থর্পকে উৎসর্গ করেছেন জো রুট। গ্রাহাম থর্প ছিলেন রুটের কোচ। এ মাসের শুরুতেই তিনি মারা যান। তাই শতরান করে আকাশের দিকে তাকিয়ে গ্রাহাম থর্পকে স্মরণ করলেন রুট।

১৪৩ রানের ইনিংসের পর জো রুট তা নিজের ছোটবেলার রোল মডেন গ্রাহাম থর্পকে উৎসর্গ করে বলছেন, 

‘আমি অনেকের সঙ্গে কাজ করতে পেরেছি ইংল্যান্ড দলে খেলাকালীন, সেখানে সিনিয়র হোক বা জুনিয়র। গ্রাহাম থর্প তাঁদের মধ্যে একজন ছিল। আমায় অনেক সাহায্য করেছে খেলার উন্নতি করতে। তাই শতরানের পর তার কথা ভাবতে আমার ভালো লেগেছিল। আমি খুব মিস করব তাকে।'

কীভাবে রুটকে থর্প সাহায্য করেছিলেন সপ ব্যাপারে রুট বলেন, 'আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু করেছিন। যখন আমার ফার্স্ট ক্লাসে একটাও শতরান হয়নি তখন আমাকে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্স দলে বেছে নিয়েছিল সে।'

২০১২ সালে ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক হয়েছিলো জো রুটের। সেই স্মৃতি স্মরণ করে রুট বলেন,  ‘আমার মধ্যে থর্প কিছু একটা দেখেছিল যার কারণে ২০১২ সালে যখন আমার অভিষেক হয় ভারতের বিপক্ষে তখন খুব সাপোর্ট করেছিল। সেই থেকেই আমাদের কাজ করা শুরু। এরপর খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিলো। তাই এমন সময় তাকে শতরান উৎসর্গ করতে পেরে ভালো লাগছে। এটা একটা ছোট্ট ধন্যবাদ জানানো তাকে। ’ 

উল্লেখ্য,মানসিক অবসাদে ভুগে  ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও কোচ গ্রাহাম থর্প সম্প্রতি আত্মহ'ত্যা করেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three