Image

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে ইংল্যান্ড দলে দুই অভিষেক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে ইংল্যান্ড দলে দুই অভিষেক

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে ইংল্যান্ড দলে দুই অভিষেক

অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে ইংল্যান্ড দলে দুই অভিষেক

জিমি অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের সেরা একাদশে দুই নতুন মুখ। কাল লর্ডসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামবেন অ্যান্ডারসন। ম্যাচ শুরুর দুদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড।

কাল থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই শেষবার ইংল্যান্ডের জার্সিতে সাদা পোশাকে খেলতে দেখা যাবে অ্য়ান্ডারসনকে। পেস বোলিংয়ে একটা অধ্যায়ের সমাপ্তি হবে। তার বিদায়ের ম্যাচেই শুরু হবে উইকেটকিপার জেমি স্মিথ ও পেসার অ্যাটকিনসনের যাত্রা।

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। বিশ্বের একমাত্র জোরে বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে জিমির নামে। 

ইংল্যান্ড একাদশ: 

জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three