Image

গুরুতর অসুস্থ আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
গুরুতর অসুস্থ আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং

গুরুতর অসুস্থ আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং

গুরুতর অসুস্থ আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং

আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। সিমি সিংয়ের বেশ কিছুদিন ধরেই লিভারের  সমস্যায় ভুগছিলেন। তার সেরে উঠতে লিভার প্রতিস্থাপনের প্রয়োজন, হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

৩৭ বছর বয়সী সিমি সিং আয়ারল্যান্ডের হয়ে ৩৫ টি ওয়ানডে এবং ৫৩ টি টি-টোয়েন্টি খেলেছেন। তিনি স্পিন বোলিং করেন এবং ব্যাটিং করেন লোয়ার মিডল অর্ডারে। ২০২২ সালে তিনি শেষবার অস্ট্রেলিয়ায়  টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন। এবং শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন এক বছর আগে। ইন্টার-প্রো 'লিস্ট এ' টুর্নামেন্টে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে খেলেছিলেব সিমি।

ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডিউট্রমের স্বাক্ষরিত একটি বিবৃতিতে বলা হয়েছে, "আমরা খবর পেয়েছি যে আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে গুরুতর স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলা করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সিমিকে আমাদের শুভকামনা এবং দোয়া জানাতে চাই।"

তিনি আরো বলেন, "সিমি আইরিশ ক্রিকেটের মধ্যে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। আন্তর্জাতিক, প্রাদেশিক বা ক্লাব পর্যায়ে সব জায়গায় তিনি সফল হওয়ার ইচ্ছা দেখিয়েছেন। আমরা এখন আশা করি এই একই ইচ্ছা তাকে বর্তমান পরিস্থিতিতে মোকাবিলা করাবে।"

ওয়ানডে ক্রিকেটে সিমি সিংয়ের ৩৯ টি উইকেট রয়েছে আর ইকোনমি  মাত্র ৩.৯৯। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ বলে অপরাজিত ১০০ রান করেছিলেন সিমি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three