যু’দ্ধ থেমে গেল; এবার আইপিএল শুরু?
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই

যু’দ্ধ থেমে গেল; এবার আইপিএল শুরু?
যু’দ্ধ থেমে গেল; এবার আইপিএল শুরু?
কাশ্মীরের পেহেলগামের ঘটনার জেরে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছিল ভারত-পাকিস্তান। যেটার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। তবে যুদ্ধবিরতিতে কিছুটা হলেও স্বস্তির: আইপিএল পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছে বিসিসিআই, চেষ্টা করছে এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার। এই বিষয়ে আজ বৈঠকে বসবে আইপিএলের গভর্নিং কাউন্সিল।
গত ৯ মে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৫ তাৎক্ষণিকভাবে এক সপ্তাহ স্থগিতের সিদ্ধান্ত নেয়। তখন জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে নতুন সূচি ও ভেন্যু প্রকাশ করা হবে। ধরমশালায় বাতিল হওয়া ম্যাচটিসহ এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ হয়েছে। গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি, প্লে-অফ এবং ফাইনাল নিয়ে আরও চারটি ম্যাচ।
যুদ্ধ থেমে গিয়েছে। ভারত-পাক যুদ্ধবিরতির পরেই আইপিএল শুরু হতে চলেছে! এমনটাই ইঙ্গিত মিলল আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের মন্তব্যে। তবে নিজেদের বাড়ির পথে পা বাড়িয়েছেন ১০ দলের বিদেশি ক্রিকেটাররা। তা সত্ত্বেও খুব দ্রুতই আইপিএল শুরু হবে, এমনটাই বলেছেন ধুমল। আগামী সপ্তাহেই আইপিএলের নতুন সূচি ঘোষণা হবে।
আপাতত ফ্র্যাঞ্চাইজি মালিক, সম্প্রচারকারী সংস্থা সকলের সঙ্গে আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল সরকারের সঙ্গে আলোচনা। বিদেশি ক্রিকেটারদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই আইপিএল শুরু হতে পারে, এমন আভাস দেওয়া হয়েছে বিদেশি ক্রিকেটারদের।
ভারত-পাকিস্তান সংঘাতে অস্ত্রবিরতি ঘোষণার পরপরই থমকে থাকা আইপিএল যত দ্রুত সম্ভব মাঠে ফেরানোর উদ্যোগ নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, ভারত সরকারের অনুমতি সাপেক্ষে আইপিএল ১৫ মে নাগাদ পুনরায় শুরু হতে পারে।