বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট সেরা দলে বাংলাদেশের ৩ জন
- 1
তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে জমকালো আয়োজনে সিংগাইরে জেপিএল’র ফাইনাল
- 2
বরখাস্ত হওয়ার পর জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যান হাথুরুসিংহে
- 3
প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরির ফিফটি এনামুল হক বিজয়ের
- 4
জিতেও পারল না ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ
- 5
জিম্বাবুয়ের খোঁচার জবাবে শান্ত, নাহিদ রানা কেমন বোলার সেটা ম্যাচেই টের পাবে জিম্বাবুয়ে

বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট সেরা দলে বাংলাদেশের ৩ জন
বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্ট সেরা দলে বাংলাদেশের ৩ জন
পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ সালের নারীদের ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্ব শেষে সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় যারা ব্যাট-বল হাতে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়েছেন, তাদের নিয়েই গঠিত হয়েছে এই একাদশ।
দলে জায়গা পেয়েছেন তিনজন বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্পিনার নাহিদা আক্তার আছেন সেরা একাদশে এবং অলরাউন্ডার রুমানা আহমেদ জায়গা করে নিয়েছেন ১২তম খেলোয়াড় হিসেবে।
সেরা একাদশে যারা জায়গা পেয়েছেন:
১. ক্যাথরিন ব্রাইস (অধিনায়ক, স্কটল্যান্ড) – ২৯৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং প্লেয়ার অব দ্য সিরিজ।
২. হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ) – সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে বোলিংয়ে বাজিমাত।
৩. নিগার সুলতানা জ্যোতি (বাংলাদেশ) – ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন দলকে।
৪. ফাতেমা সানা (পাকিস্তান) – সফলভাবে পাকিস্তানকে নেতৃত্ব দিয়ে মূল পর্বে তুলেছেন।
৫. লরা ডেলানি (আয়ারল্যান্ড) – ব্যাট এবং বল হাতে ছিলেন ধারাবাহিক।
৬. নারুয়েমল চাইওয়াই (থাইল্যান্ড) – দলের ভরসা ছিলেন ব্যাটিংয়ে ও নেতৃত্বে।
৭. আলিয়া রিয়াজ (পাকিস্তান) – গুরুত্বপূর্ণ সময়ে অলরাউন্ড পারফরম্যান্সে অবদান রেখেছেন।
৮. নাহিদা আক্তার (বাংলাদেশ, সহ-অধিনায়ক) – তার ঘূর্ণিতে সমস্যায় পড়েছে প্রতিপক্ষ ব্যাটাররা।
৯. সারা ব্রাইস (স্কটল্যান্ড) – উইকেটকিপার হিসেবে ছিলেন নির্ভরযোগ্য, ব্যাট হাতেও অবদান রেখেছেন।
১০. চানিদা সুত্তিরুয়াং (থাইল্যান্ড) – পেস বোলিংয়ে ছিলেন কার্যকর।
১১. করিশমা রামহারাক (ওয়েস্ট ইন্ডিজ) – স্পিনে ছিলেন দুর্দান্ত।
১২তম খেলোয়াড়: রাবেয়া খান (বাংলাদেশ) – ব্যাট ও বল হাতে ছিলেন দলের নির্ভরতার প্রতীক।