Image

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ ইয়ান বেল

ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার ইয়ান বেল। এ মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু শ্রীলঙ্কার, এবারের সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে তারা। বেলের ব্যাপক অভিজ্ঞতা থেকে আসন্ন সিরিজে শ্রীলঙ্কা উপকৃত হবে। বেল ১৬ আগস্ট থেকে লঙ্কানদের সাথে কাজ শুরু করবেন এবং তিন টেস্ট ম্যাচের সিরিজ শেষ না হওয়া পর্যন্ত থাকবেন।

ম্যানচেস্টারে ২১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইয়ান বেলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বেলের অন্তর্ভুক্তি ইংলিশ পিচ এবং আবহাওয়া সম্পর্কে মূল্যবান ধারণা দিবে, যা শ্রীলঙ্কার প্রস্তুতিতে সাহায্য করবে। 

ইয়ান বেলের নিয়োগ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ‘সেখানকার কন্ডিশনের ব্যাপারে জ্ঞান দিয়ে খেলোয়াড়দের সহায়তা করতে আমরা ইয়ানকে নিয়োগ দিয়েছি। তাঁর ইংল্যান্ডে খেলার অনেক অভিজ্ঞতা আছে। আমাদের বিশ্বাস, তাঁর ইনপুট এ গুরুত্বপূর্ণ সফরে আমাদের দলকে সহায়তা করবে।’

২১ আগস্ট প্রথম টেস্টের পর ২৯ আগস্ট লর্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ৬ সেপ্টেম্বর ওভালে তৃতীয় টেস্ট দিয়ে শেষ হবে এ সিরিজ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এই পুরো সিরিজ জুড়েই লঙ্কান স্কোয়াডের সাথে কাজ করবেন বেল।

প্রাক্তন এই ইংলিশ ব্যাটার ১১৮ টেস্ট ম্যাচ খেলে ৪২.৬৯ গড়ে মোট ৭৭২৭ রান করেছেন। টেস্টে ২২টি সেঞ্চুরি রয়েছে তার।

শ্রীলঙ্কার ১৮ সদস্যদের টেস্ট দল: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, নিসালা থারাকা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েক। 

Details Bottom