ব্যাটারদের স্কিলে ঘাটতি দেখছেন না মুশতাক, সাদমানকে বললেন 'দুর্ভাগা'

ব্যাটারদের স্কিলে ঘাটতি দেখছেন না মুশতাক, সাদমানকে বললেন 'দুর্ভাগা'
ব্যাটারদের স্কিলে ঘাটতি দেখছেন না মুশতাক, সাদমানকে বললেন 'দুর্ভাগা'
চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। ৫৭৫ রানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করলে শেষ বিকেলে ব্যাট করতে নেমে বাংলাদেশ যেন দিশেহারা। দিনের খেলা সমাপ্ত হওয়ার আগে ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ৩৮ রান। ক্রিকেটারদের স্কিলে ঘাটতি রয়েছে; এমনটা মানতে চান না বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওপেনার সাদমান ইসলামকে বলেছেন দুর্ভাগা, পরামর্শ দিলেন সাদা পোশাকে আরও ধৈর্য নিয়ে খেলার।
চট্টগ্রাম টেস্টের দুই দিন শেষ হল কেবল। আর তাতেই বাংলাদেশের ড্রেসিংরুমে উঁকি দিচ্ছে আরও এক পরাজয়। বল হাতে দ্রুত প্রতিপক্ষের উইকেট শিকার করতে না পারলেও ব্যাটিংয়ে নেমে ঠিকই প্রোটিয়া বোলারদের হাতে তুলে দিয়েছেন একের পর এক উইকেট। দ্রুত ৪ উইকেট হারিয়ে কোনমতে ৩৮ রান করে দিনের খেলা শেষ করেছে শান্ত-মুমিনুল।
বাংলাদেশের ব্যাটারদের মূল ঘাটতি কি তাদের স্কিলে? সংবাদ সম্মেলনে আসা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ উত্তর দিলেন যেভাবে,
'স্কিলের ঘাটতির ব্যাপারে আমি একমত নই। হয়তো ধৈর্যের মাত্রা আরও ভালো হতে পারে। আমার মতে, টেস্ট ক্রিকেট হলো পরিস্থিতি বুঝে খেলার বিষয়। শেষের ৪০ মিনিট... টেস্ট ক্রিকেটে এই ধাপটা আপনাকে পার করতে হবে যখন কঠিন সময় আসবে। আমার মতে, সাদমান খুবই দুর্ভাগা ছিল। লেগ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড হয়ে গেল। এসব জায়গায় দল হিসেবে আমাদের উন্নতি করতে হবে।'
সাদমান ইসলামের উইকেট দিয়েই বাংলাদেশ দলের পুরো চিত্র বুঝিয়ে দিলেন কোচ মুশতাক। ইনিংসে লেগ স্টাম্পের বাইরের বলে সাদমান ফ্লিক করতে চেয়েছিলেন। বল এজ হয়ে যায় উইকেটকিপার কাইল ভেরেইনার গ্লাভসে। আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ চ্যালেঞ্জ নিয়ে সাদমানকে ফেরায় দক্ষিণ আফ্রিকা। ব্যর্থতার বৃত্ত থেকে সাদমান যেন কোনভাবেই বের হতে পারছেন না। চলতি সিরিজের গেল ৩ ইনিংসে সাদমানের রান সংখ্যা ০, ১, ০।