Image

আমি ক্যাপ্টেন্সি এনজয় করি সবসময়: শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আমি ক্যাপ্টেন্সি এনজয় করি সবসময়: শান্ত

আমি ক্যাপ্টেন্সি এনজয় করি সবসময়: শান্ত

আমি ক্যাপ্টেন্সি এনজয় করি সবসময়: শান্ত

ক্যাপ্টেন্সি এনজয় করেন নাজমুল হোসেন শান্ত, তবে ব্যাটিং যে ভালো হচ্ছে না এমনটাও সহজে মানছেন। দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্টে হোয়াইটওয়াশের পর বাংলাদেশ অধিনায়ক বললেন, তার ব্যক্তিগত পারফরম্যান্স দলের পারফর্ম্যান্সের উপরও প্রভাব ফেলছে। সেট হয়ে গিয়েও আউট হওয়া নিয়ে বলেছেন, এটা দলের জন্য ক্ষতিকারক।

অধিনায়ক হয়েছেন আট মাসও হয়নি। নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। অধিনায়কত্ব কি এনজয় করছিলেন শান্ত? 'বয়সভিত্তিক থেকেই অনেক জায়গায় বলে আসছি, ক্যাপ্টেন্সি আমি সবসময় উপভোগ করি। গত কয়েকটা সিরিজও মাঠের ভেতরে আমি উপভোগ করেছি। এটা সবসময়ই আমার ভালো লাগার জায়গা।' 

‘একই (অধিনায়কত্ব ব্যাটিংয়ে চাপ হয় না)। আমার কাছে একবারও মনে হয়নি। আজকেও যখন ব্যাট করেছি, আমার মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক তাই সবকিছু আমার একা করতে হবে এরকম কিছু না। আমি শুধু বল দেখি আর ব্যাট করি। ব্যাটিং করতে তো সবারই ভালো লাগে। চিন্তা থাকে কীভাবে বড় রান করতে পারি।’

শান্ত মনে করছেন, তার ব্যক্তিগত পারফরম্যান্স দলের পারফর্ম্যান্সের উপর প্রভাব ফেলছে। সিরিজ শেষে বললেন, 'হ্যাঁ, অবশ্যই। আমার কাছে মনে হয় আমি ব্যাটার হিসেবে যেহেতু উপরের দিকে ব্যাটিং করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ব্যাটার হিসেবে রান করা। যেটা আমার মনে হয় যে, হচ্ছে না। সবথেকে খারাপ জিনিস হচ্ছে, আমার লাস্ট বেশ কয়েকটা ইনিংস দেখেন, ২০ থেকে ৪০ এর মধ্যে আমি আউট হচ্ছি- সেট হওয়ার পর আমি আউট হচ্ছি। যেটা একটা দলের জন্য বেশ ক্ষতিকারক। এই জায়গাটাতে আমার আরেকটু মনোযোগ দিয়ে ব্যাটিং করা উচিত।'

Details Bottom