Image

নিজের ভবিষ্যৎ জানতে বিসিবিতে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিজের ভবিষ্যৎ জানতে বিসিবিতে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

নিজের ভবিষ্যৎ জানতে বিসিবিতে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

নিজের ভবিষ্যৎ জানতে বিসিবিতে কথা বলার অপেক্ষায় হাথুরুসিংহে

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্ক কেমন তা সকলের ই জানা। ২১ আগস্ট ফারুক আহমেদ  বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর ই অনিশ্চয়তায় পড়ে যায় হাথুরুর ভবিষ্যৎ। সভাপতি তার প্রথম সংবাদ সম্মেলনে এসে তা আরো জোড়ালো করেন। তবে হাথুরুসিংহে নিজে কি ভাবছেন এ ব্যাপারে? 

পাকিস্তানে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারানোর পর আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচের আগে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে না না প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

এই মুহুর্তে হাথুরুসিংহের জন্য সবচেয়ে প্রত্যাশিত প্রশ্ন বাংলাদেশ কোচ হিসাবে ভবিষ্যতের ব্যাপারে কি ভাবছেন তিনি।  বিসিবি সভাপতি বলেছে বেটার কাউকে খুঁজবে তা সত্যি হলে শেষ সিরিজ হতে পারে তার। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,

"আমি বুঝতে পারছি যে, যখন নতুন কোনো নেতৃত্ব দায়িত্বে আসে তখন তাদের চিন্তাধারা ভিন্ন হয়। তবে আমি মুখিয়ে আছি তাদের সাথে কথা বলার সুযোগ পাওয়ার জন্য। আমার কাজ হচ্ছে দলকে সেরা উপায়ে তৈরি করা। যে পরিশ্রম আমরা গত কয়েক মাসে করেছি, সেসব নিয়েই আমরা পরের ম্যাচে মনোযোগী আছি।"

প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে আত্নবিশ্বাসের তুঙ্গে আছে খেলোয়াড়রা জানিয়ে প্রধান কোচ বলেন, "পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক অনেক ভালো দল। এখনও আমরা দ্বিতীয় ম্যাচে অনেক ফাইট আশা করছি তাদের থেকে। কাল কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি। কারণ আমরা এখনও পিচ দেখতে পারিনি। কন্ডিশনে কিছুটা তফাত আছে আগের ম্যাচ থেকে।"

প্রথম টেস্টে বাংলাদেশের সাফল্য পাওয়ার অন্যতম কারণ হিসাবে জুটি গড়াকে বলেছেন হাথুরুসিংহে। তার মতে উদ্বোধনী জুটি টি ছিলো বেশী গুরুত্বপূর্ন,  "আমার মনে হয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে শুরুতে ভালো জুটি গড়া। প্রথম ১২ ওভারে আমাদের ওপেনাররা অল্প সময় হলেও ভালো ব্যাট করতে পেরেছিল যা তৃতীয় দিন সকালে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর মুমিনুলের সাথে আমার মনে হয় সাদমান ভালো একটি জুটি গড়ল ৯০ রানের। এরপর মুশফিকের সাথে মিলে লিটন-মিরাজ সেসব কাজে লাগালো। "

প্রথম টেস্ট জিতে ইতোমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এই অবস্থায় দ্বিতীয় টেস্টে কোন পরিকল্পনায় যাবে বাংলাদেশ? আক্রমণাত্নক নাকি রক্ষণাত্মক? এমন প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন,

"আসলে আমরা সবসময় অফেন্সিভ স্ট্র্যাটেজিতেই যাব। কন্ডিশনের উপর নির্ভর করে অনেক সময় স্ট্র্যাটেজিতে পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গাগুলো জানি, সীমাবদ্ধতাগুলোও জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলোও জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা নিয়েই আমরা আমাদের স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three