Image

বাংলাদেশের এই দলটাই হাথুরুর চোখে 'সবচেয়ে সেরা'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের এই দলটাই হাথুরুর চোখে 'সবচেয়ে সেরা'

বাংলাদেশের এই দলটাই হাথুরুর চোখে 'সবচেয়ে সেরা'

বাংলাদেশের এই দলটাই হাথুরুর চোখে 'সবচেয়ে সেরা'

পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়ে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের এবারের মিশন যেভাবেই হোক ভারত বধ। পাকিস্তানে ২-০'তে সিরিজ জেতা বাংলাদেশ দলকে এনে দিয়েছে অবিশ্বাস্য রকমের আত্মবিশ্বাস। যা পুঁজি করে ভারতকে প্রথমবারের মতো টেস্টে হারানোর ছক আঁকছে বাংলাদেশ। নিজের দলের শক্তি নিয়ে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ কথা বলেছেন চেন্নাইয়ে। 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক ভারতের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ সামনে রেখে ইতোমধ্যেই প্রথম ম্যাচের ভেন্যু চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। টেস্টে বাংলাদেশ ও ভারতের পরিসংখ্যান ঘাটলে অসম এক লড়াইয়ের চিত্রই ফুটে উঠবে, যেখানে ভারতের আধিপত্য। তবে এবারে বাংলাদেশ দল লড়াই করবে বলে মনে করছেন হেড কোচ। 

পাকিস্তানে সিরিজ জেতা বাংলাদেশকে নিয়ে ভারত সফর শুরুর আগে যা বললেন হাথুরুসিংহে,

'এটি অবশ্যই আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে এখানে আসার আগে। ফলাফল এক পাশে সরিয়ে রেখে চিন্তা করলে, যেভাবে আমরা সিরিজটা খেলেছি যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছি, পিছিয়ে পড়ে গিয়েও আবার ফিরে এসেছি, যারা এসবে অবদান রেখেছে সবকিছু আমাদের এই সিরিজের জন্য অনেক বিশ্বাস যুগিয়েছে।' 

'সম্ভবত এটি বাংলাদেশের সবচেয়ে রাউন্ডেড দল। আমরা অনেক জায়গাই কাভার করেছি এবং দলে অনেক ফাস্ট বোলার রয়েছে। আমাদের অনেক অভিজ্ঞ স্পিন আক্রমণও রয়েছে, সাথে ব্যাটিংয়ে ভালো গভীরতা আছে। আমাদের দুইজন স্পিনার বিশেষজ্ঞ ব্যাটার যাদের কিনা টেস্টে সেঞ্চুরি রয়েছে। এর সাথে আমাদের দুইজন উইকেটরক্ষক রয়েছে যারা কিনা দলের মূল ব্যাটার। এসব কিছু আমাদের দলকে ভালো একটি ভারসাম্য এনে দিচ্ছে সাথে আত্মবিশ্বাসও দিচ্ছে।' 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, জাকের আলি অনিক। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three