Image

শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ

শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ

শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ

অ্যান্টিগায় আজ দিনের খেলা শুরুর প্রথম ওভারেই হাসান মাহমুদ দেখালেন দাপট। লেগ বিফোরের ফাঁদে শিকার করলেন জশুয়া ডা সিলভার উইকেট। নিজের পরের ওভার করতে এসে হাসান তুলে নেন আরও এক উইকেট, এবার ক্যাচ বানিয়ে ফেরান আলজারি জোসেফকে। ৩ ওভারেই দুই উইকেট তুলে নেওয়া বাংলাদেশ সেশনের বাকি সময় (২৩ ওভার) ছিল উইকেটশূন্য।

৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে প্রথম সেশনের ২৬ ওভারে ওয়েস্ট আরও যোগ করতে পারে ৮৬ রান, বিপরীতে উইকেট হারায় ২টি। ৭ উইকেটে ৩৩৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস-কেমার রোচের অষ্টম উইকেট জুটি থেকে এখন অবদি এসেছে ৭৫ রান। এই দুই ব্যাটার বাংলাদেশকে চোখ রাঙানি দিয়ে গেলেন মধ্যাহ্নভোজ বিরতিতে।  

আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর ১৫ মিনিট না যেতেই উইকেট হারিয়ে বিদায় নেন জশুয়া ডা সিলভা। আগের দিন অপরাজিত থাকা ১৪ রানে থেকেই আজ তাকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। উইন্ডিজের উইকেটকিপার ব্যাটারের পর দ্রুত উইকেট হারান আলজারি জোসেফ। 

পরপর দুই ওভারে হাসান মাহমুদ দখলে নেন জোড়া শিকার। গালি অঞ্চলে দাঁড়ানো জাকির হাসান দারুণভাবে লাফিয়ে লুফে নেন ৪ রানে থাকা জোসেফের দেওয়া ক্যাচ। ২৬১ রানে সপ্তম উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় জাস্টিন গ্রিভস আর কেমার রোচের ব্যাটে। 

৮৮ বলে টেস্ট ক্যারিয়ারের নিজের প্রথম ফিফটি পেয়েছেন গ্রিভস। কেমার রোচকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে দলকে স্বস্তিতে লাঞ্চ বিরতিতে নিয়ে গেলেন জাস্টিন গ্রিভস। অপরাতিজ আছেন ৬৪ রানে, তাকে সঙ্গ দেওয়া কেমার রোচ ৭৪ বলে করেছেন ১৯ রান। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three