Image

বাংলাদেশ ম্যাচে ভালো করার রহস্য জানালেন গাজানফার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ ম্যাচে ভালো করার রহস্য জানালেন গাজানফার

বাংলাদেশ ম্যাচে ভালো করার রহস্য জানালেন গাজানফার

বাংলাদেশ ম্যাচে ভালো করার রহস্য জানালেন গাজানফার

মুশফিকুর রহিমকে আউট করে ক্রিশ্চিয়ানো রোনালদোর 'Siuuu' উৎযাপন করা আল্লাহ মোহাম্মদ গাজানফার এর আগে খেলেন মাত্র ৫ ওয়ানডে। তবে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বিশাল জয়ে সবচেয়ে বড় অবদান এই তরুণ গাজানফারের। একাই আউট করেছেন ৬ টাইগার ব্যাটারকে। গাজানফারের স্পিনে দিশেহারা হয়ে মাত্র ১৪৩ রানেই অলআউট হয় বাংলাদেশ। ম্যাচসেরা হয়ে নিজের অসাধারণ পারফরম্যান্স সম্পর্কে মন্তব্য করেছেন এই স্পিনার।

প্রথম স্পেলের চেয়ে দ্বিতীয় স্পেলে শক্তিশালী বোলিং করেছেন জানিয়ে গাজানফার বলেন, "প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি।"

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট শিকার করে স্বপ্ন পূরণ হয়েছে জানিয়েছেন গাজানফার, "চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।"

দলের সিনিয়র ক্রিকেটার রাশিদ খান ও মোহাম্মদ নবী বল করার সময় পরামর্শ দিয়েছেন, "রাশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।"

এখন পর্যন্ত ৬ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলে মোট ১০ উইকেট শিকার করেছেন ১৮ বছর বয়সী এই স্পিনার। গতমাসে আফগানিস্তানকে ইমার্জিং এশিয়াকাপ জেতাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three