Image

হাসপাতালে ভর্তি সাবেক ওপেনার নাফিস ইকবাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হাসপাতালে ভর্তি সাবেক ওপেনার নাফিস ইকবাল

হাসপাতালে ভর্তি সাবেক ওপেনার নাফিস ইকবাল

হাসপাতালে ভর্তি সাবেক ওপেনার নাফিস ইকবাল

বাংলাদেশ দলের সাবেক ওপেনার, বর্তমানে দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরেই মাথাব্যাথা লেগে ছিল নাফিস ইকবালের। আজ (৫ জুলাই) অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। 

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন নাফিস ইকবাল, সামলেছেন লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব। দেশে ফিরে চট্টগ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। 

তবে কয়েকদিন ধরে মাথাব্যাথায় ভুগছিলেন নাফিস ইকবাল। আজ অবস্থা আরও খারাপ (ব্রেইন হেমারেজ) হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সূত্রের খবর তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকা আনা হচ্ছে।  

চাচা আকরাম খান বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন। চট্টগ্রামের খান পরিবারের ২য় সদস্য হিসাবে লাল সবুজের প্রতিনিধিত্ব করেন নাফিস ইকবাল। পরে তাঁর ছোট ভাই তামিম ইকবালও বাংলাদেশ দলে খেলেছেন, করেছেন অধিনায়কত্ব। 

বাংলাদেশের হয়ে ১১ টেস্ট, ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস ইকবাল। ৩৯ বছর বয়সী নাফিস আন্তর্জাতিক ক্রিকেটে করেন ৪ ফিফটি, ১ সেঞ্চুরি। 

এছাড়া ১২০ প্রথম শ্রেণির ম্যাচ, ১১২ লিস্ট এ ম্যাচ ও ৬ স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন নাফিস ইকবাল। রান করেছেন যথাক্রমে ৬২০২, ২৭৫৪ ও ৫৬। সবমিলে পেশাদার ক্যারিয়ারে আছে ১২ সেঞ্চুরি, ৫২ ফিফটি। 

Details Bottom