Image

বড় জয়ের পরও টেবিলের তলানিতে ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বড় জয়ের পরও টেবিলের তলানিতে ইংল্যান্ড

বড় জয়ের পরও টেবিলের তলানিতে ইংল্যান্ড

বড় জয়ের পরও টেবিলের তলানিতে ইংল্যান্ড

ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে লর্ডসে প্রথম টেস্ট জিতেছে ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা। তবুও টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ইংল্যান্ডকে থাকতে হচ্ছে আগের অবস্থান তলানীতেই।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল অনুযায়ী ১১ ম্যাচ খেলেছে ইংল্যান্ড। সেখানে রয়েছে ৪ টি জয়, ৬ টি হার ও ১ টি ড্র। সব কিছু মিলিয়ে ইংল্যান্ডের পয়েন্ট ২৫ শতাংশ। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের আগে রয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পরাজয়ের সংখ্যা বেশী বলেই সমান পয়েন্ট নিয়ে তাদের থাকতে হচ্ছে এই দুই দলের নিচে। 

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। ৯ ম্যাচে ৬ জয়, ২ হার ও ১ ড্র তে ভারতের পয়েন্ট ৬৮.৫১%। ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্র তে ৬২.৫০% পয়েন্ট নিয়ে ২ আছে অস্ট্রেলিয়া।

৩ ও ৪ এ থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা পয়েন্ট ৫০ পার্সেন্ট করে। লর্ডস টেস্টে হারা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ছয় নম্বরে। তারা ২৬.৬৬ পার্সেন্ট পয়েন্ট পেয়েছে। তাদের খেলা ম্যাচের সংখ্যা মাত্র ৫। জয় একটিতে, ড্র তিনটিতে।

১ জয় ও ৩ হারে ২৫ পার্সেন্ট পয়েন্ট নিয়ে ৭ এ আছে দক্ষিণ আফ্রিকা। সমান সংখ্যক ম্যাচ ও সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৮ এ অবস্থান বাংলাদেশের। এবং পয়েন্ট টেবিলের ৯ এ রয়েছে ইংল্যান্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three