Image

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড

হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড সেরা একাদশে কেবল একটি পরিবর্তন করেছে। ম্যাথু পটস খেলছেন ক্রিস ওকসের জায়গায়। ইংল্যান্ড ক্রিকেট একদিন আগে একাদশ প্রকাশ করলেও কিউইরা তাদের একাদশ জানাবে টসের সময়। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য ম্যাথু পটসকে ডাকল ইংল্যান্ড। একাদশে ক্রিস ওকসের স্থলাভিষিক্ত হন পটস। 

ইংলিশরা ইতিমধ্যেই ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনে বড় জয়ের সাথে ক্রো-থর্প ট্রফি নিশ্চিত করেছে। ২০০৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের পর এবার বেন স্টোকসের দল চোখ রাখছে হোয়াইটওয়াশে। 

তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই টেস্ট ইতিহাসে ষষ্ঠবারের মত তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিবে ইংল্যান্ড। সেই লক্ষ্য নিয়ে আগামী ১৪ ডিসেম্বর হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ব্ল্যাকক্যাপসদের মুখোমুখি হবে ইংলিশরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে শেষ টেস্টে জয়ের জন্য মরিয়া নিউজিল্যান্ড। 

ইংল্যান্ড একাদশ-

জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, ওলি পোপ (উইকেটকিপার), বেন স্টোকস (অধিনায়ক), গ্যাস আটকিনসন, ব্রাইডন কার্স, ম্যাথু পটস, শোয়াইব বাশির। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three