সহজ টার্গেট পাওয়া বাংলাদেশ করতে পারেনি ১০০ রানও
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
- 5
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
সহজ টার্গেট পাওয়া বাংলাদেশ করতে পারেনি ১০০ রানও
সহজ টার্গেট পাওয়া বাংলাদেশ করতে পারেনি ১০০ রানও
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ পরের ম্যাচেই দেখল হার। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে বাংলাদেশের মেয়েদের ২১ রানে হারিয়ে দিল ইংল্যান্ড। দারুণ বোলিং করা টাইগ্রেসরা ম্যাচ হারলো ব্যাটারদের ব্যর্থতায়। সুবহানা ৪৪ রানের ধীরগতির ইনিংস আসেনি কোনো কাজে। জয় দিয়ে ২০২৪ বিশ্বকাপের শুরু করলো ইংলিশ মেয়েরা।
স্কটল্যান্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সামনে আজ প্রতিপক্ষ ছিল শক্তিশালী ইংল্যান্ড দল। তবে বল হাতে দারুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড স্কোরবোর্ডে জমা করতে পারে কেবল ১১৮ রান।
সহজ লক্ষ্য টপকাতে নেমে অবশ্য শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ নারী দল। ওপেনিং জুটির ধীরগতির শুরু, ২ উইকেট খুইয়ে পাওয়ার প্লের ৬ ওভারে আসে কেবল ২০ রান। ফলে বাকি ১৪ ওভারে ম্যাচের জয়ের জন্য বাংলাদেশকে করতে হত ৯৯ রান।
তিনে নামা সুবহানা মোস্তারি সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেললেও দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। তিনিও শুরু করেন বেশ দেখে-শুনে, ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টি মেজাজ। এদিন বাংলাদেশের কেবল দুই ব্যাটার পৌঁছাতে পারেন দুই অংকের ঘরে। সুবহানার ৪৪ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে।
শেষ পর্যন্ত বাংলাদেশ নারী দলের ইনিংস থামে ৭ উইকেটে ৯৭ রানে। ফলে ২১ রানের জয় নিশ্চিত হয় ইংল্যান্ড নারী দলের। ৪১ রানের ইনিংস খেলা ড্যানি ওয়াট-হজের হাতে ওঠল ম্যাচসেরার পুরষ্কার।