Image

চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করল দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রামে বাংলাদেশ দলের সকাল শুরু হতাশায়। প্রথম ১ ঘন্টায় কোনো উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। তবে হাসান মাহমুদ উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের গ্লাভসে ক্যাচ দিয়েও থাকেন উইকেটশূন্য। শেষ অবদি ১৮তম ওভারে গিয়ে বাংলাদেশ পায় ব্রেকথ্রু। তবুও প্রথম সেশন দক্ষিণ আফ্রিকার, পুরো সময়ই ছিল তাদের নিয়ন্ত্রণে। 

প্রথম দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ১০৯ রান। সেশনে খেলা হয়েছে মোট ২৮ ওভার, যেখানে বাংলাদেশের সাফল্য বলতে কেবল এইডেন মার্করামের উইকেট। আরেক ওপেনার টনি ডি জর্জি ৪৯ রানে অপরাজিত থেকে পরের সেশনে খেলা শুরু করবেন। তাকে সঙ্গ দেওয়া ট্রিস্টান স্টাবস ব্যাট করছেন ২৩ রানে।

ইনিংসের ১৮তম ওভারে এইডেন মার্করামকে ক্যাচ বানিয়ে বাংলাদেশকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন তাইজুল ইসলাম। ৩৩ রানে থাকা প্রোটিয়া অধিনায়কের সহজ ক্যাচ মিড অনে থাকা মুমিনুল হক লুফে নেন। আর তাতেই ভাঙে দক্ষিণ আফ্রিকার ৬৯ রানের উদ্বোধনী জুটি।  

তবে এই জুটি ভাঙার আগেই মার্করাম-জর্জি মিলে ছুঁয়েছেন ২০১৫ সালের এক রেকর্ড। মার্করাম, জর্জির আগে এশিয়ার মাঠে দক্ষিণ আফ্রিকার ৫০-এর বেশি ওপেনিং পার্টনারশিপ করা শেষ জুটি ছিল ২০১৫ সালে। একই প্রতিপক্ষ, বাংলাদেশের বিরুদ্ধে ৫৮ রানের জুটি গড়েছিলেন ডিন এলগার ও স্টিয়ান ভ্যান জিল।  

Details Bottom