বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেল জুটি
বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেল জুটি
বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেল জুটি
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এর আসন্ন মৌসুমে আলোচিত দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড বাদশাহ শাকিব খানের দল হওয়ায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বাড়তি উন্মাদনা সবার মাঝে। এবার আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো বিলাসবহুল হোটেল কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেল।
ঢাকা ক্যাপিটালস ও কক্সবাজার সেন্ট্রাল মল এন্ড হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার সেন্ট্রাল হোটেলের চেয়ারম্যান মোস্তাফা খান এবং ফ্র্যাঞ্চাইজিটির এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে কক্সবাজার সেন্ট্রাল হোটেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিলাসবহুল আতিথেয়তা এবং ক্রিকেট উন্মাদনা একত্রিত করে এই জুটি ভক্তদের একটি স্মরণীয় বিপিএল উপহার দিবে বলে প্রত্যাশ দুই পক্ষের। কক্সবাজার সেন্ট্রাল হোটেল যা বিশ্বমানের সেবার জন্য পরিচিত এবং ঢাকা ক্যাপিটালসের উন্মাদানার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Cox'sBazar Central Mallএবারের বিপিএলের সেরা দল ঢাকা ক্যাপিটালসের কো-স্পন্সর বিলাসবহুল Cox’s Bazar Central Hotel. দুর্দান্ত প্রস্তুতি, দৃঢ় মনোবল আর সেরা টিম কম্বিনেশন নিয়ে বিপিএল ১১ তম আসরে মাঠে নামতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস। মাঠ, খেলোয়ার, স্পন্সর সবাই রেডি। আপনারা প্রস্তুত তো? আপনারা প্রস্তুত হলেই, আমরা একসাথে বলবো Together we Rise! #BPL2025 #DhakaCapitals #ShakibKhan #RemarkHerlan #TogetherWeRise #coxsbazarcentralmall
Posted by Dhaka Capitals on Sunday, December 22, 2024
চুক্তি স্বাক্ষরের পর কক্সবাজার সেন্ট্রাল হোটেলের চেয়ারম্যান মোস্তফা খান জানান, 'ঢাকা ক্যাপিটালস বিপিএল শুরুর আগেই ভক্তদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। এবারের আসরের অন্যতম সেরা দলের সঙ্গে কক্সবাজার সেন্ট্রাল হোটেল যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। আশাকরি এই যৌথ পথচলা বিপিএলে দারুণ কিছু উপহার দিবে।'
এবারের বিপিএলে দেশীয়দের মাঝে মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দলে ভিড়িয়ে শক্তিশালী দল গড়েছে ঢাকা ক্যাপিটালস। তাছাড়া ফ্র্যাঞ্চাইজিটিতে বিদেশি ক্রিকেটারদের মাঝে আছেন ক্যারিবিয়ান জনসন চার্লস, লঙ্কন থিসারা পেরেরা, জাহুর খান, শাহনেওয়াজ দাহানি, সাইম আইয়ুবের মতো ক্রিকেটার। আর দলটির মালিকানায় আছেন ঢালিউঢের কিং খান খ্যাত শাকিব খান।