Image

আইপিএলে মার্শের বদলি গুলবেদিন নাইব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে মার্শের বদলি গুলবেদিন নাইব

আইপিএলে মার্শের বদলি গুলবেদিন নাইব

আইপিএলে মার্শের বদলি গুলবেদিন নাইব

মিচেল মার্শের বদলি হিসেবে আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব’কে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। চোট পেয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন মার্শ, তাঁকে আর বাকি ম্যাচগুলো পাবে না দিল্লি। ফলে অলরাউন্ডার নাইবের উপর আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি। এই আফগান প্রথমবারের মতো আইপিএলে ডাক পেলেন।

নাইবের রিজার্ভ মূল্য ৫০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে দিল্লি। এর আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান মার্শ। প্রথমে অবশ্য পরিষ্কার হওয়া যায়নি, কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে এই অজি অলরাউন্ডারকে। ফলে তাঁকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইবে না অস্ট্রেলিয়ান বোর্ড।

ফলে চোটে আক্রান্ত মার্শ যে আর ভারতের মাটিতে ফিরছেন না, তা নিশ্চিত হয় দিল্লি। দলটির কোচ রিকি পন্টিং এ ব্যাপারে জানানোর পর বিকল্প খেলোয়াড় খোঁজার দিকে নজর দেয় তাঁরা। দিল্লির হয়ে ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে ব্যাট করেছেন মার্শ। সেখানে সর্বোচ্চ ২৩ রান, মোট সংগ্রহ করেছেন ৬১ রান। বল হাতে ৮ ওভার করে শিকার করেছেন ১ উইকেট। মার্শের সার্ভিস থেকে দ্বিতীয়বারের মতো বঞ্চিত হলো দিল্লি। এর আগেও দলটির হয়ে (২০২৩) মাত্র ৯ ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে নাইব আফগানিস্তানের হয়ে ৮২ টি ওডিআই, ৬২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দলের অধিনায়কের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করেন তিনি। ব্যাট হাতে ইন্দোর ও বেঙ্গালুরুতে হাঁকিয়ে বসেন দুইটি হাফ সেঞ্চুরি।

এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে আরও ৫ টি ম্যাচ খেলবে দলটি। নতুন অন্তর্ভুক্ত হওয়া নাইবের সুযোগ আছে ম্যাচগুলো খেলার এবং নিজ সামর্থ্যের প্রমাণ দেওয়ার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three