Image

২০২৫ আইপিএলের প্রথম সুপার ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০২৫ আইপিএলের প্রথম সুপার ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস

২০২৫ আইপিএলের প্রথম সুপার ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস

২০২৫ আইপিএলের প্রথম সুপার ওভারে জিতল দিল্লি ক্যাপিটালস

আইপিএলের এবারের আসরের প্রথম সুপার ওভারের লড়াইয়ে জিতল দিল্লি ক‍্যাপিটালস। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভারে ছড়িয়েছে রোমাঞ্চ। দিল্লি ক্যাপিটালসকে সুপার ওভারে নিয়ে যান মিচেল স্টার্ক, চার বছরের মধ‍্যে প্রথম সুপার ওভার দেখল আইপিএল। এরপর আবার বল হাতে নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। 

এবারের আইপিএলের ৩২তম ম্যাচে প্রথমবার সুপার ওভারে নির্ধারিত হল ম্যাচের ফলাফল। প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১ রান করে রাজস্থান রয়্যালস। নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে রান আউট হলেন রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়াল। শিমরন হেটমেয়ার করেন ৫ বলে ৭ রান। 

জবাবে দিল্লি ক্যাপিটালস করল ৪ বলে ১৩ রান। লোকেশ রাহুল এবং ট্রিস্টান স্টাবস এনে দিলেন রুদ্ধশ্বাস জয়। সুপার ওভারে দিল্লি ক্যাপিটালস জিতল দাপট দেখিয়েই।

এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। শুরুতে দুই উইকেট হারালেও অভিষেক পোড়েল এবং লোকেশ রাহুল দলকে টানেন। অভিষেক ৩৭ বলে ৪৯ রান করেন। রাহুলের অবদান ৩২ বলে ৩৮। শেষ দিকে আক্সার প্যাটেল ১৪ বলে ৩৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্টাবস ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে দিল্লি ৫  উইকেটে দিল্লি ১৮৮ রান তোলে। জোফরা আর্চার দুই উইকেট নেন।

জবাবে রাজস্থান রয়্যালস ইনিংসের শুরুটা দারুণ করে। সঞ্জু স্যামসনকে অপ্রত্যাশিত ভাবে মাঠ ছাড়তে হয়। তবে যশস্বী জয়সওয়াল (৩৭ বলে ৫১) এবং নিতিশ রানা (২৮ বলে ৫১) দারুণ ব্যাট করেন। ধ্রুব জুরেলও ভাল খেলেন। তিনি ১৭ বলে ২৬ রান করেন। কিন্তু শেষ বলে প্রয়োজনীয় দুই রান নিতে পারেননি তিনি। এক রান নিয়ে রানআউট হয়ে যান। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে মিচেল স্টার্কের পাঁচ বলে ২ উইকেটে ১১ রান তোলে রাজস্থান। জবাবে সন্দীপ শর্মার চার বলে ১৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দিল্লি। ৬ ম্যাচ ৫টি জিতে ফের শীর্ষে উঠল আক্সার প্যাটেলের দিল্লি ক্যাপিটালস।

Details Bottom
Details ad One
Details Two
Details Three