Image

নিজের সমালোচনায় মুমিনুল: 'মাত্র ৫০ রানে আউট হওয়া অপরাধ'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
নিজের সমালোচনায় মুমিনুল: 'মাত্র ৫০ রানে আউট হওয়া অপরাধ'

নিজের সমালোচনায় মুমিনুল: 'মাত্র ৫০ রানে আউট হওয়া অপরাধ'

নিজের সমালোচনায় মুমিনুল: 'মাত্র ৫০ রানে আউট হওয়া অপরাধ'

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানে প্রথম ইনিংসে করা ৪৪৮ রানের  জবাবে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফিফটি পেয়েছেন ৪ টাইগার ব্যাটার। সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস। এখনো ১৩২ রানে পিছিয়ে আছে টাইগাররা। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা মুমিনুল হক নিজেই তার ব্যাটিং নিয়ে সমালোচনা করলেন। বললেন, মাত্র ৫০ রানে আউট হওয়া অপরাধ।

প্রথম ইনিংসে ৭৬ বলে ৫০ রান করে আউট হয়েছেন মুমিনুল হক। নিজের ইনিংস সম্পর্কে তৃতীয় দিন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। "সিনিয়র প্লেয়ার হিসেবে, এতগুলো টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাসমৃদ্ধ ব্যাটার হিসেবে আমার আসলে ৫০ রান করে আউট হওয়া উচিত ছিল না। আমার আরও বেশি রান করা উচিত ছিল। ৩-৪ সেশন ব্যাট করা দরকার ছিল। আমার মনে হয় এটা অপরাধ ছিল (হাসি)। ৫০ রান করে আউট হওয়া উচিত হয়নি।"

বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান ক্রিকেট দল। একাদশে আছেন ৪ জন পেসার। পেসারদের সম্পর্কে মুমিনুল হক বলেন, "পেসারদের ব্যাপারে বলতে গেলে, পাকিস্তান ৪ জন পেসার খেলিয়েছে। একজন বোলারকেই কেবল আপনি ভালো বলতে পারবেন না। সবাই ভালো পেসার। লাইন, লেন্থ, যেভাবে তারা বল করে, আমার মনে হয় প্রতিটি পেসারই দারুণ।" 

বেশ কিছুদিন ধরেই ব্যাটে রান আসছিলো লিটন দাসের। একাদশ থেকে বাদ দেয়ার সমালোচনাও হয়েছে প্রচুর তাকে নিয়ে। তবে পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠেছে লিটনের ব্যাট। টেস্ট খেলেছেন ওয়ানডে মেজাজে, চাপে রেখেছেন প্রতিপক্ষকে। ৫৮ বলে ৫২ রান করে টিকে আছেন এখনো।

লিটন দাসকে নিয়ে মুমিনুল বলেন, "লিটন দাস একজন ক্ল্যাসিক্যাল ব্যাটার, এটা সবাই জানে। এক ওভারেই সে পার্থক্য গড়ে দিয়েছে, বিশেষ করে নাসিম শাহের ওভার। এর ফলে (খেলাটা) আমাদের হাতে চলে এসেছে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three