Image

আইপিএলে ধোনি সহ ৫ ক্রিকেটারকে রিটেইন করল চেন্নাই সুপার কিংস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে ধোনি সহ ৫ ক্রিকেটারকে রিটেইন করল চেন্নাই সুপার কিংস

আইপিএলে ধোনি সহ ৫ ক্রিকেটারকে রিটেইন করল চেন্নাই সুপার কিংস

আইপিএলে ধোনি সহ ৫ ক্রিকেটারকে রিটেইন করল চেন্নাই সুপার কিংস

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ ৫ বারের চ্যাম্পিয়ন (২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩) চেন্নাই সুপার কিংস আসন্ন আইপিএল আসরের জন্য ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে।

মাহেন্দ্র সিং ধোনি সহ ৪ ভারতীয় ও ১ ওভারসিজ ক্রিকেটারকে গেলবারের আসর থেকে এবারের আসরেও খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।

মাহেন্দ্র সিং ধোনিকে রিটেইন করতে কেবল ৪ কোটি রুপি খরচ করতে হয়েছে। শিবাম দুবেকে ধরে রাখতে চেন্নাইয়ের পার্স থেকে গেছে ১২ কোটি রুপি। সমান ১৮ কোটি রুপি করে খরচ হয়েছে রুতুরাজ গায়কোয়াড় ও রবীন্দ্র জাদেজাকে রিটেইন করতে।

একমাত্র ওভারসিজ ক্রিকেটার হিসাবে শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাকে রিটেইন করেছে চেন্নাই। তাঁকে ধরে রাখতে গুনতে হয়েছে ১৩ কোটি রুপি।

রিটেনশনেই ৬৫ কোটি রুপি খরচ করা চেন্নাই সুপার কিংসের পার্সে অবশিষ্ট আছে ৫৫ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ১ টি।

গেলবার চেন্নাই সুপার কিংস শিবিরে খেলা মুস্তাফিজুর রহমান ছাড়াও ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, দীপক চাহার, শারদুল ঠাকুরদের রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

 

চেন্নাই সুপার কিংসের রিটেইন করা ক্রিকেটার-

রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবাম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মাহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three