৯ উইকেটের দাপুটে জয়ে চট্রগ্রামের আধিপত্য

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৯ উইকেটের দাপুটে জয়ে চট্রগ্রামের আধিপত্য

৯ উইকেটের দাপুটে জয়ে চট্রগ্রামের আধিপত্য

৯ উইকেটের দাপুটে জয়ে চট্রগ্রামের আধিপত্য

বিপিএলে একতরফা লড়াইয়ে সিলেট টাইটান্সকে ৯ উইকেটে হারিয়েছে চট্রগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে বলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেখায় চট্টগ্রাম।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে সিলেট টাইটান্স। পাওয়ারপ্লেতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও হজরতউল্লাহ জাজাই দ্রুত ফিরলে বড় সংগ্রহের আশা ম্লান হয়ে যায়। এক পর্যায়ে ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা সিলেটকে কিছুটা টানেন আজমতউল্লাহ ওমরজাই। ৪৪ রানের ইনিংসে তিনি সর্বোচ্চ সংগ্রাহক হলেও অন্যপ্রান্তে প্রয়োজনীয় সাপোর্ট না পাওয়ায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি। শেষদিকে নাসুম আহমেদের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় সিলেট, তবে নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ থামে ১২৬ রান ৭ উইকেটে।

চট্টগ্রামের বোলিংয়ে সবচেয়ে কার্যকর ছিলেন অধিনায়ক মাহেদী হাসান। নিয়ন্ত্রিত স্পেলে তিনি তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া শোরিফুল ইসলাম ও মুকিদুল ইসলামও নিয়মিত চাপ বজায় রাখেন।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই চাপে পড়েনি চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী জুটিতে দারুণ ছন্দে ব্যাট করেন মোহাম্মদ নাইম ও অ্যাডাম রসিংটন। পাওয়ারপ্লেতেই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। নাইম ৩৭ বলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। অপরপ্রান্তে রসিংটন ছিলেন আরও দৃঢ় ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন।

সিলেটের বোলাররা তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি। একমাত্র উইকেটটি আসে ১৩.৪ ওভারে, নাইমের বিদায়ে। তবে ততক্ষণে ম্যাচ প্রায় চট্টগ্রামের মুঠোয়। শেষ পর্যন্ত মাত্র ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে নেয় চট্টগ্রাম রয়্যালস।