Image

২০০ টাকায় মিরপুরে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
২০০ টাকায় মিরপুরে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

২০০ টাকায় মিরপুরে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

২০০ টাকায় মিরপুরে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ

কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর। বিপিএল টি-টোয়েন্টি মাঠে বসে দেখতে ঢাকার দর্শকদের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ২০০০, সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে টিকিট। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন টিকিট বুথ ছাড়াও অনলাইন থেকে কেনা যাবে বিপিএলের টিকিট। এক টিকিটেই দেখা যাবে দিনের দু'টি ম্যাচ।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যাবে দেশ ও বিদেশের ক্রিকেটের অনেক বড় তারকাকে। সর্বনিম্ন ২০০ টাকার টিকিট কেটে মিরপুর হোম অব ক্রিকেটের গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ টিকিটের দাম প্রকাশ করেছে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা দেখতে দর্শকদের কাছে মোট ১১ ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন গ্যালারিতে। সবচেয়ে বেশি ২০০০ টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে।

অনলাইন টিকিট-

টিকিট অনলাইনে কেনা যাবে: [www.gobcbticket.com.bd](http://www.gobcbticket.com.bd)  

ফিজিক্যাল টিকিট-

আজ ২৯ ডিসেম্বর ২০২৪, বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে।  
৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে টিকিট বিক্রি চলবে সকাল ১০:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত।  

ফিজিক্যাল টিকিট পাওয়া যাবে নিম্নলিখিত মধুমতি ব্যাংক পিএলসি শাখাগুলোতে-

১. মিরপুর শাখা (মিরপুর ১১)  
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার বিল্ডিং)  
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)  
৪. গুলশান শাখা (গুলশান ১ ও ২-এর মধ্যবর্তী স্থান)  
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)  
৬. কামরাঙ্গীরচর শাখা  
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট বিল্ডিং)  

টিকিটের মূল্য-

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার): ২,০০০ টাকা  
২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার): ২,০০০ টাকা  
৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১,০০০ টাকা  
৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা  
৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক): ১,০০০ টাকা  
৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড): ৫০০ টাকা  
৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা  
৮. সাউদার্ন গ্যালারি: ৩০০ টাকা  
৯. নর্দান গ্যালারি: ৩০০ টাকা  
১০. ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা  
১১. ক্লাব হাউস সাউথ - শহীদ মোশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন): ৩০০ আসনের জন্য টিকিট প্রতি ৬০০ টাকা।  

Details Bottom