Image

বিপিএল ২০২৫: রংপুর রাইডার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল ২০২৫: রংপুর রাইডার্স

বিপিএল ২০২৫: রংপুর রাইডার্স

বিপিএল ২০২৫: রংপুর রাইডার্স

শেষ হয়ে গেল আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। রংপুর রাইডার্স বেশ ভালোভাবেই দল গুছিয়ে নিয়েছে ড্রাফট থেকে। এর আগে সরাসরি চুক্তি ও রিটেনশন প্রসেস অনুযায়ী পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে তারা। তবে এবার স্কোয়াড তৈরিতে স্থানীয় ক্রিকেটারদের চেয়ে বিদেশিদের উপর বেশি নজর দিয়েছে রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। 

সোমবারের প্লেয়ার্স ড্রাফট থেকে রংপুর রাইডার্স ৮ জন স্থানীয় খেলোয়াড়ের সাথে দুই বিদেশিকে দলে টেনেছে। আয়ারল্যান্ডের কুর্টিস ক্যাম্ফারের সাথে তারা কিনেছে পাকিস্তানের পেসার আকিফ জাভেদকে। 

গেল আসরের অধিনায়ক নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে ধরে রেখে সরাসরি চুক্তিতে রংপুর দেশীয় ক্রিকেটারদের মধ্যে নেয় অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। এরপর ড্রাফটের টেবিল থেকে নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খানকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। 

এর আগে সরাসরি চুক্তিতে তারা শক্তিশালী করে স্কোয়াড। যেখানে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসের সাথে দলে ভিড়িয়েছে পাকিস্তানের আরও দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভালকার এবারই প্রথম বিপিএল মাতাতে আসছেন। 

যুক্তরাষ্ট্রের আরও এক ক্রিকেটার স্টিভেন রায়ান টেইলরকে দলে নিয়েছে রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। আফগানিস্তানের আল্লাহ গজনফারও এবার নিজের প্রথম বিপিএল খেলবেন রংপুরের জার্সিতে। 

রংপুর রাইডার্স-

দেশি- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তৌফিক খান তুষার। 

বিদেশি-  খুশদিল শাহ (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), আল্লাহ গজনফার (আফগানিস্তান), সৌরভ নেত্রভালকার (যুক্তরাষ্ট্র), স্টিভেন রায়ান টেইলর (যুক্তরাষ্ট্র), আকিফ জাভেদ (পাকিস্তান), কুর্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three