ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা
- 1
চলে যাচ্ছেন উড, ব্যাটিং দেখভালের দায়িত্বে সালাউদ্দিন
- 2
সাইফ হাসান: টেস্ট ওপেনার থেকে টি-টোয়েন্টি অলরাউন্ডার, ফিরে আসার গল্পে আছেন এক কোচ
- 3
নাসুম স্কোয়াডে থেকেও একাদশে না থাকাটা পরিকল্পনারই অংশ: সালাউদ্দিন
- 4
সাকিবের ঝলক, তবে জয়ের মঞ্চে সেইফার্টের দাপট
- 5
সিলেটে নাসুমের স্পিন ঘূর্ণিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা
ভারতের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা
আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, সফরের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে, তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশটির সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
সোমবার ঢাকায় বিসিবির পরিচালনা পর্ষদের ছয় ঘণ্টাব্যাপী সভা শেষে এক সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম বলেন, "আমি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেছি। আলোচনা ইতিবাচক হয়েছে। সফর নির্ধারিত আছে, কিন্তু তারা সরকারের কিছু সিদ্ধান্তের অপেক্ষায়।"
এছাড়া, আগস্টে সফর সম্ভব না হলে পরবর্তী সম্ভাব্য উইন্ডোতে ভারত বাংলাদেশে সফর করবে বলে বিসিসিআই বিসিবিকে আশ্বস্ত করেছে বলে জানান বিসিবি সভাপতি। তবে সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি।
তিনি বলেন, "আলোচনা চলছে। যদি কোনো কারণে তারা আগস্টে না আসতে পারে, তাহলে পরবর্তী উইন্ডোতে আসবে। আমরা এই উইন্ডোতেই খেলার ব্যাপারে আশাবাদী। তারা খুব পেশাদার এবং সহযোগিতাপরায়ণ,"
উল্লেখ্য, গত এপ্রিলেই ভারত-বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। সূচি অনুযায়ী, ১৭, ২০ ও ২৩ আগস্ট তিনটি ওয়ানডে এবং ২৬, ২৯ ও ৩১ আগস্ট তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচগুলো হওয়ার কথা মিরপুর ও চট্টগ্রামে।