Image

সব মিলিয়ে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ৫ ম্যাচে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সব মিলিয়ে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ৫ ম্যাচে

সব মিলিয়ে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ৫ ম্যাচে

সব মিলিয়ে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা দাঁড়িয়েছে ৫ ম্যাচে

এবার তাওহীদ হৃদয় ইস্যুতে অফিসিয়াল ঘোষণা এসেছে বিসিবি থেকে। রবিবার একটি সংবাদবিজ্ঞপ্তি দেয় বিসিবি। সেখানে বলা হয়,মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের অধিনায়ক হৃদয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সর্বমোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা ৮ বলে তাকে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হচ্ছে। 

তাওহীদ হৃদয়ের উপর অভিযোগটি করা হয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ চলাকালে, যেটি অনুষ্ঠিত হয়েছিল গত ২৬ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

মাঠের আম্পায়ার মনিরুজ্জামান টিংকু ও আলী আরমান রাজন, তৃতীয় আম্পায়ার মুহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ কর্মকর্তা এটিএম ইকরাম হৃদয়ের বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশের অভিযোগ আনেন।

তাওহীদ হৃদয় অভিযোগ অস্বীকার করেন এবং পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ চান। তবে পূর্বনির্ধারিত সময়ে আম্পায়ারদের ড্রেসিংরুমে শুনানিতে উপস্থিত না হওয়ায়, ম্যাচ রেফারি আখতার আহমাদ ‘কোড অব কন্ডাক্ট’ এর ধারা ৫.২.৬ অনুযায়ী একতরফা শুনানি চালিয়ে যান এবং হৃদয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন।

শাস্তি হিসেবে হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা এবং এক (১) ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে। তিনি "ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ" সংক্রান্ত লেভেল-১ অপরাধ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই ধরনের অপরাধের জন্য সর্বনিম্ন সতর্কবার্তা এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা জরিমানা বা এক/দুই ডিমেরিট পয়েন্ট যোগ করার বিধান রয়েছে।

নতুন এই ডিমেরিট পয়েন্টসহ হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে আট (৮)-এ, যার মধ্যে পূর্বের সাত (৭)টি রয়েছে। ফলে তিনি তাৎক্ষণিকভাবে চার (৪) ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three