খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
আইজ্যাকের শতকে টাইগারদের হারিয়ে সিরিজে ইংল্যান্ডের সমতা

খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
খালেদ আহমেদের মায়ের মৃ'ত্যুতে বিসিবির শোক
বৃহস্পতিবার বাংলাদেশের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা মা'রা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপিএলের এই আসরে চিটাগং কিংসের হয়ে খেলছেন এই পেসার। বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর খালেদের মায়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে চিটাগং কিংস।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে লেখা হয়,
"জাতীয় দলের পেস বোলার সৈয়দ খালেদ আহমেদের মা রাইমা বেগমের মৃ'ত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাইমা বেগম। তিনি ৬২ বছর বয়সী ছিলেন।"
শোক প্রকাশ করে আরো লেখা হয়, "বিসিবি সৈয়দ খালেদ আহমেদ এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সমবেদনা জানায়।"
উল্লেখ্য, এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে অসাধারণ খেলছেন খালেদ আহমেদ। ৫ ম্যাচে ৭.৬৩ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। গত ম্যাচেও খুলনার বিপক্ষে ২ উইকেট নেন তিনি।