আইসিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানাল বিসিবি
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 7 ঘন্টা আগে আপডেট: 48 মিনিট আগে
আইসিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানাল বিসিবি
আইসিসির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত জানাল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা ইস্যু ও ম্যাচ ভেন্যু নিয়ে বিসিবি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে।
আলোচনায় বিসিবি জানায়, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তারা ভারতে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে না। একইসঙ্গে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধও পুনরায় জানানো হয়।
বিসিবি আরো জানায়, খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে বোর্ড।
অন্যদিকে আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানায়। তবে বিসিবি তাদের পূর্ববর্তী সিদ্ধান্তে অনড় থাকার কথা স্পষ্ট করে দেয়।
বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়ে একমত হয়েছে।
বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
