ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচিতে পরিবর্তন আনল বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর সূচির কিছু অংশ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মঙ্গলবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড। তবে পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি বিসিবি।

আগের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে হওয়ার কথা ছিল ১৮, ২০ ও ২৩ অক্টোবর। নতুন সূচিতে দ্বিতীয় ওয়ানডের তারিখ একদিন পিছিয়ে ২১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

এছাড়া টি–টোয়েন্টি সিরিজেও পরিবর্তন এসেছে দুই ম্যাচে। পূর্ব নির্ধারিত সূচিতে প্রথম ও দ্বিতীয় টি–টোয়েন্টি হওয়ার কথা ছিল ২৬ ও ২৮ অক্টোবর। নতুন সূচি অনুযায়ী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর। তবে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি যথারীতি ৩১ অক্টোবরই মাঠে গড়াবে।

সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজের তিন ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়াবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ দল ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে এবং সিরিজ শেষ করে ১ নভেম্বর দেশে ফিরে যাবে।