বাংলাদেশকে চোখ রাঙিয়ে চা বিরতিতে গেলেন মুল্ডার-মুথুস্যামি
বাংলাদেশকে চোখ রাঙিয়ে চা বিরতিতে গেলেন মুল্ডার-মুথুস্যামি
বাংলাদেশকে চোখ রাঙিয়ে চা বিরতিতে গেলেন মুল্ডার-মুথুস্যামি
সকালের সেশনে প্রোটিয়াদের ৩ উইকেট নিয়ে ফাইফার পূর্ণ করেন তাইজুল। এরপর নাহিদ রানা পান প্রথম উইকেট, যা চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পেসারদের প্রথম। ৪২৩ রানে ৬ উইকেট হারালেও উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্যামি জুটি চোখ রাঙিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ৫২৭।
২০১৩ সালের পর এই প্রথম এশিয়ার মাঠে কোন ইনিংসে ৫০০-এর বেশি রান পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মুল্ডার-মুথুস্যামির জুটিতে এবার তারা ছুটছে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড সংগ্রহের পথে। ২০০৮ সালে চট্টগ্রামের এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৮৭ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা দল। ১৬ বছর পর এই রেকর্ড টপকে যাওয়ার সহজ সুযোগ এইডেন মার্করামের দলের সামনে।
চট্টগ্রাম টেস্টটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। মিরপুরে প্রথম টেস্ট হেরে যাওয়ায় সিরিজ ড্র করতে হলে এ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। এমন একটি ম্যাচে প্রথম ইনিংসেই ব্যাকফুটে বাংলাদেশ দল। এক তাইজুল ইসলাম ছাড়া টাইগার বোলারদের কেউই কোনো বিপদে ফেলতে পারছে না প্রোটিয়া ব্যাটিং লাইনে।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে খেলা হয়েছে ২৫ ওভার। ১ উইকেটের বিপরীতে রান উঠেছে ১১৪। ওভারপ্রতি ৪.৫৬ রান তুলেছে মুল্ডার-মুথুস্যামি। নাহিদ রানার বলে রায়ান রিকেল্টন শুরুতে বিদায় নিলে সেশনের পুরোটা সময়েই চলেছে প্রোটিয়া ব্যাটারদের দাপট। চা বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার রান ৬ উইকেটে ৫২৭। ৪৭ রানে অপরাজিত মুথুস্যামি, তাকে সঙ্গ দেওয়া মুল্ডারের রান ৭৮। এই জুটির রান ছাড়িয়ে গেছে ১০৪।