Image

টানা দ্বিতীয় হারে বিশ্বকাপে ব্যর্থতার মুখে বাংলাদেশ নারী দল

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 9 ঘন্টা আগেআপডেট: 20 মিনিট আগে
টানা দ্বিতীয় হারে বিশ্বকাপে ব্যর্থতার মুখে বাংলাদেশ নারী দল

টানা দ্বিতীয় হারে বিশ্বকাপে ব্যর্থতার মুখে বাংলাদেশ নারী দল

টানা দ্বিতীয় হারে বিশ্বকাপে ব্যর্থতার মুখে বাংলাদেশ নারী দল

বিশ্বকাপ অভিযানের শুরুটা ছিল আশাব্যঞ্জক, কিন্তু ধারাবাহিকতা হারিয়ে টানা দ্বিতীয় পরাজয়ে থমকে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ১০০ রানে পরাস্ত হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। অপরদিকে, এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো আসরে সাফল্যের স্বাদ পেয়েছে কিউই মেয়েরা।

শুক্রবার গোয়াহাটিতে অনুষ্ঠিত দিবারাত্রির ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ইনিংসের শুরুতে বাংলাদেশের বোলাররা দারুণ সূচনা করলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। মাত্র ৩৮ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা, কিন্তু অধিনায়ক সোফি ডেভিন ও ব্রুক হ্যালিডের ব্যাটে ম্যাচের মোড় ঘুরে যায়।

দুজনের ১৫০ রানের জুটি নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। ডেভিন ৮৫ বলে ৬৩ এবং হ্যালিডে ১০৪ বলে ৬৯ রান করে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দেন। ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ ও লিয়া টাহুহুর ছোট ছোট ইনিংসে ৫০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২৭ রান।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান তিনটি উইকেট তুলে নেন। নাহিদা আক্তার, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যর্থতা পিছু ছাড়েনি বাংলাদেশের। ওপেনার রুবাইয়া হায়দার, সুমাইয়া আক্তার ও সোবহানা মোস্তারি দ্রুত আউট হলে ব্যাট হাতে দলের হাল ধরতে পারেননি অধিনায়ক জ্যোতিও। ৩৩ রানের মধ্যেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ।

শেষ দিকে ফাহিমা খাতুন একাই কিছুটা প্রতিরোধ গড়েন। ৮০ বলে তার ৩৪ রানের ইনিংসই ছিল দলের সর্বোচ্চ। নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) কিছুটা সঙ্গ দিলেও বড় জুটি গড়ে উঠেনি। শেষ পর্যন্ত ৩৯.৫ ওভারে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

নিউজিল্যান্ডের জেস কার ও লিয়া টাহুহু তিনটি করে উইকেট নেন, রোজমেরি মেয়ার পান দুটি। অ্যামেলিয়া কার ও ইডেন কারসন শিকার করেন একটি করে উইকেট।
উদ্বোধনী ব্যর্থতার পর দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন ব্রুক হ্যালিডে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three