অমন হতশ্রী ব্যাটিংয়ের পরও জিতল বাংলাদেশ
অমন হতশ্রী ব্যাটিংয়ের পরও জিতল বাংলাদেশ
অমন হতশ্রী ব্যাটিংয়ের পরও জিতল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে জয় আসলে ভালো, না আসলে অনেক কথা হবে- আগেরদিন সংবাদ সম্মেলনে এসে এই কথা বলে গিয়েছিলেন তাসকিন আহমেদ। চট্টগ্রামে টানা ৩ ম্যাচ জিতে এসে মিরপুরেও জয় পেয়েছে টাইগাররা। তবে ৫ রানের জয়ে মন ভরার কথা নয় গ্যালারি ভর্তি দর্শকের।
আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৩ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে শেষ ওভারে গিয়ে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন এই ম্যাচে একাদশে ফেরা দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। সাকিব আল হাসান ৪ ও মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নিয়ে জয়ে বড় ভূমিকা রাখেন।
তিন পরিবর্তন নিয়ে আজ খেলতে নামে বাংলাদেশ দল। লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে একাদশে আসেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০১ রান। এরপর বাকি সবাই মিলে করতে পারেন কেবল ৪২ রান। ১৯.৫ ওভারে ১৪৩ রান করে অলআউট হয় বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন। ৭ চারের সাথে ১ ছক্কা হাঁকান তিনি। লিটনের বদলে একাদশে আসা সৌম্য সরকার ৩৪ বলে ৪১ রান করেন। ৪১ এর মধ্যে ২৪ রান তিনি বাউন্ডারিতে করেন ২৪ রান (৩ চার ও ২ ছক্কা)।
এই দুজন ছাড়া দুই অঙ্কের রান করেন কেবল তাওহীদ হৃদয় (৮ বলে ১২)। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাজমুল হোসেন শান্ত ৭ বলে ২ রান করেন। একাদশে ফিরে ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। শেষ ৪২ রান করতে ১০ উইকেট হারায় বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে ৩ উইকেট নেন লুক জঙ্গে। ২ টি করে শিকার রিচার্ড এনগারাভা ও ব্রায়ান বেনেটের। ১ টি করে নেন সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি।
জবাব দিতে নেমে স্কোরবোর্ডে কোন রান না তুলতেই উইকেট হারায় জিম্বাবুয়ে। ৪ বল খেলেও কোন রান না করে সাজঘরে ফেরেন ব্রায়ান বেনেট। সিকান্দার রাজা আজ ভালো কিছুর আভাস দিলেও ১০ বলে ১৭ এর বেশি করতে পারেননি, বোল্ড হন তাসকিন আহমেদের বলে।
তাদিওয়ানাশে মারুমানি (১৩ বলে ১৪) সাকিব আল হাসানের প্রথম শিকার হয়ে ফেরেন। আজও হাল ধরেন জোনাথন ক্যাম্পবেল। ২৭ বলে ১ চার ও ২ ছয়ে ৩১ রান করেন তিনি।
আইপিএল থেকে ফিরে আজ প্রথম জাতীয় দলের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ১৯ রান খরচে ৩ উইকেট নেন।
শেষ ওভারে গড়ানো ম্যাচে জিম্বাবুয়ে ভয়ই ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। তবে ঐ ওভারে টানা দুই উইকেট নিয়ে দলকে জেতান সাকিব আল হাসান। ৩.৪ ওভারে ৩৫ রান খরচে ৪ উইকেট নেন তিনি।
তাসকিন আহমেদ ২ ও রিশাদ হোসেন ১ উইকেট নেন। ৫ রানে জেতা ম্যাচে ম্যাচসেরা হন মুস্তাফিজুর রহমান।