মিরাজের বিদায়, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন লিটন
মিরাজের বিদায়, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন লিটন
মিরাজের বিদায়, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন লিটন
তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টাতেই এলোমেলো হয়ে যায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ২৬ রান পর্যন্ত যেতে হারায় ৬ উইকেট। এরপর পাকিস্তান পেসারদের তোপের মুখে প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। তবে ব্যক্তিগত ৭৮ রানে মিরাজ আউট হলে ভাঙে ১৬৫ রানের জুটি।
পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৮১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে ৮ উইকেটে বাংলাদেশের রান ১৯৩। লিটন দাস অপরাজিত আছেন ৮৩ রানে।
২৬ রানে ৬ উইকেট হারানোর পর ভয়াবহ বিপর্যয়ের মুখে লিটন, মিরাজ দায়িত্বশীল ব্যাটিংয়ে ফলো-অন এড়িয়ে যান। দলকে টেনে নিয়ে যাওয়ার পথে দু'জনেই হাঁকিয়েছেন ফিফটি। শতরান ছাড়িয়ে এই জুটি ছুঁয়েছে দেড়শতকও।
প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ফিফটি পেলেন লিটন দাস। তবে এবারের প্রেক্ষাপট অবশ্য পুরো ভিন্ন। দলের বিপর্যয়ে দাঁড়িয়ে লড়াই চালিয়ে লিটন তুলে নেন অর্ধশতক। ৮ নম্বর বা এর পরে নেমে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ফিফটি এখন মিরাজের। টেস্টে এটি মিরাজের অষ্টম ফিফটি।
লিটন-মিরাজ জুটিতে স্বস্তি ফিরে বাংলাদেশ শিবিরে। তবে এই জুটি দেড়শতক পেরিয়ে ১৬৫ রানে পৌঁছালে খুররম শাহজাদের ফের আক্রমণ। ৭৮ রানের ইনিংসে থামেন মিরাজ, ফাইফারের উদযাপনে মাতেন শাহজাদ। এরপর তাসকিন আহমেদও টিকলেন না।