ভারতে টাইগারদের ১ মাসের ট্যুর, নেই ওয়ানডে
ভারতে টাইগারদের ১ মাসের ট্যুর, নেই ওয়ানডে
ভারতে টাইগারদের ১ মাসের ট্যুর, নেই ওয়ানডে
চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারতে গিয়ে দুই ফরম্যাটে সিরিজ খেলবে টাইগাররা। টেস্ট, টি-টোয়েন্টি থাকলেও এই সফরে নেই কোন ওয়ানডে।
বিসিবি সূত্র মারফত ক্রিকেট৯৭ জানতে পেরেছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এক মাস স্থায়ী এই সফর।
ভারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর দল খেলবে ২ টি টেস্ট ও ৩ টি টি-টোয়েন্টি।
এমনিতে ভারতে তেমন খেলার সুযোগ পায় না বাংলাদেশ দল। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পেলেও প্রতিবেশী দেশে বাংলাদেশ টেস্ট খেলেছে কেবল ৩ টি। ২০১৭ সালে হায়দ্রাবাদে প্রথমবার ভারতের মাটিতে দুই দল টেস্ট খেলে। এরপর ২০১৯ এ ইনদোর টেস্টের সাথে ইডেন গার্ডেন্সে পিংক বল টেস্ট। বলাই বাহুল্য ৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ।
সংক্ষিপ্ততম ফরম্যাটেও ভারতের মাটিতে তাঁদের বিপক্ষে কেবল ৪ ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যাঙ্গালুরুতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলার সাথে ২০১৯ এ ৩ ম্যাচের সিরিজ। রাজকোট ও নাগপুরে হারলেও দিল্লিতে জিতেছিল বাংলাদেশ।
এই সফরে ওয়ানডে না থাকলেও ১৯৯০ এ ১, ১৯৯৮ তে ২ ও ২০২৩ এ ১- সাকুল্যে ৪ ওয়ানডে ভারতের মাটিতে তাঁদের বিপক্ষে খেলেছে টাইগাররা। সবকটি ম্যাচেই দেখতে হয়েছে হারের মুখ।