Image

হংকং সিক্সেসে খেলতে রাব্বির নেতৃত্বে দেশ ছাড়ল বাংলাদেশ দল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হংকং সিক্সেসে খেলতে রাব্বির নেতৃত্বে দেশ ছাড়ল বাংলাদেশ দল

হংকং সিক্সেসে খেলতে রাব্বির নেতৃত্বে দেশ ছাড়ল বাংলাদেশ দল

হংকং সিক্সেসে খেলতে রাব্বির নেতৃত্বে দেশ ছাড়ল বাংলাদেশ দল

হংকংয়ে বসতে যাচ্ছে হংকং ক্রিকেট সিক্সেসের ২০ তম আসর। ১ থেকে ৩ নভেম্বর হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে মাঠে গড়াবে ১২ দেশের এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। 

হংকং সিক্সেসের নিয়মাবলী-  

সাধারণ-প্রতিটি খেলা দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলে ছয়জন করে খেলোয়াড় থাকবে। একটি খেলায় প্রতি দলের জন্য সর্বাধিক ছয়টি ছয় বলের ওভার থাকবে। ফিল্ডিং দলের একজন সদস্যকে সর্বাধিক ২ ওভার বল করার অনুমতি দেওয়া হবে, তবে সেই ওভারগুলো পরপর হতে পারবে না। ফিল্ডিং দলের চারজন সদস্য (উইকেটরক্ষক ছাড়া) এক ওভার করে বল করবেন। ওয়াইড এবং নো-বল ব্যাটিং দলকে এক রান এবং অতিরিক্ত একটি বল দেবে।

লাস্ট ম্যান স্ট্যান্ডস-যদি ৬ ওভারের মধ্যে ৫ উইকেট পড়ে (নট আউট রিটায়ার্ড ব্যাটার ছাড়া), তাহলে শেষ থাকা ব্যাটার ৫ম আউট ব্যাটারকে রানার হিসেবে নিয়ে ব্যাট করতে থাকবে। শেষ থাকা ব্যাটারকে সবসময় স্ট্রাইকে থাকতে হবে। তার সঙ্গী রান আউট বা ফিল্ডের ব্যাঘাত ঘটানোয় আউট হলে, শেষ থাকা ব্যাটারকেও আউট ঘোষণা করা হবে। ষষ্ঠ উইকেট পতনে ইনিংস সমাপ্ত হবে।

ব্যাটার রিটায়ার-ব্যক্তিগত স্কোর ৫০ রান হলে ব্যাটারকে ‘নট আউট’ হিসেবে অবসর নিতে হবে, তবে ৫০ রান পূর্ণ হওয়ার আগে অবসর নেওয়া যাবে না। ব্যাটার ৫০ রানে পৌঁছানোর জন্য যে শট খেলে সকল রান সম্পন্ন করতে পারবেন এবং সম্পূর্ণ স্কোর গণনা করা হবে। যদি শেষ জোড়ার একজন আউট হয়ে যায়, তবে যে কোনো ‘নট আউট’ অবসর নেওয়া ব্যাটার আবার তার ইনিংস শুরু করতে পারবেন।

যদি একাধিক ব্যাটার অবসর নেয়, তবে তারা অবসরের ক্রম অনুযায়ী পুনরায় ব্যাট করতে নামবে। যদি কোনো ব্যাটার নির্দিষ্ট ক্রমে না ফেরেন, তবে তাকে স্বয়ংক্রিয়ভাবে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হবে।

হংকং সিক্সেস ২০২৪ এর দল- 

পুল এ- দক্ষিণ আফ্রিকা (এ১), নিউজিল্যান্ড (এ২), হংকং চীন (এ৩)
পুল বি- অস্ট্রলিয়া (বি১), ইংল্যান্ড (বি২), নেপাল (বি৩) 
পুল সি- ভারত (সি১), পাকিস্তান (সি২), সংযুক্ত আরব আমিরাত (সি৩)
পুল ডি- শ্রীলঙ্কা (ডি১), বাংলাদেশ (ডি২), ওমান (ডি৩)। 

ইয়াসির আলি চৌধুরী রাব্বির নেতৃত্বে হংকং সিক্সেস ২০২৪ খেলতে বাংলাদেশ ছেড়েছে ৭ সদস্যের বাংলাদেশ দল। 

 

হংকং সিক্সেসে বাংলাদেশ দল- 

ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, আবু হায়দার রনি, জিশান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম ও সোহাগ গাজী। 

হংকং সিক্সেস ২০২৪ এর সূচি- 

১ নভেম্বর- 

পুল এ- দক্ষিণ আফ্রিকা বনাম হংকং, চীন 
পুল বি- ইংল্যান্ড বনাম নেপাল 
পুল সি- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
পুল ডি- শ্রীলঙ্কা বনাম ওমান 
পুল এ- নিউজিল্যান্ড বনাম হংকং, চীন 
পুল ডি- বাংলাদেশ বনাম ওমান 
পুল সি- ভারত বনাম পাকিস্তান
পুল বি- ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া
পুল এ- দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড
পুল ডি- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ 

২ নভেম্বর- 

পুল বি- অস্ট্রেলিয়া বনাম নেপাল
পুল সি- ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত 

বোল ম্যাচ ১- এ৩ বনাম ডি৩
বোল ম্যাচ ২- বি৩ বনাম সি৩ 

কোয়ার্টার ফাইনাল ১- বি১ বনাম এ২
কোয়ার্টার ফাইনাল ২- এ১ বনাম সি২ 
 
বোল ম্যাচ ৩- এ৩ বনাম সি৩
বোল ম্যাচ ৪- বি৩ বনাম ডি৩ 

কোয়ার্টার ফাইনাল ৩- ডি১ বনাম বি২
কোয়ার্টার ফাইনাল ৪- সি১ বনাম ডি২ 

৩ নভেম্বর- 

বোল ম্যাচ ৫- এ৩ বনাম বি৩ 

প্লেট সেমিফাইনাল ১- কোয়ার্টার ১ এ পরাজিত দল বনাম কোয়ার্টার ২ এ পরাজিত দল 
প্লেট সেমিফাইনাল ২- কোয়ার্টার ৩ এ পরাজিত দল বনাম কোয়ার্টার ৪ এ পরাজিত দল 

বোল ম্যাচ ৬- সি৩ বনাম ডি৩ 

সেমিফাইনাল ১- কোয়ার্টার ১ এ জয়ী দল বনাম কোয়ার্টার ২ এ জয়ী দল 
সেমিফাইনাল ২- কোয়ার্টার ৩ এ জয়ী দল বনাম কোয়ার্টার ৪ এ জয়ী দল 

বোল ফাইনাল
প্লেট ফাইনাল
কাপ ফাইনাল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three