Image

জিম্বাবুয়ে সিরিজে শান্তর তৃপ্তি ও রিয়েলিটি চেক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জিম্বাবুয়ে সিরিজে শান্তর তৃপ্তি ও রিয়েলিটি চেক

জিম্বাবুয়ে সিরিজে শান্তর তৃপ্তি ও রিয়েলিটি চেক

জিম্বাবুয়ে সিরিজে শান্তর তৃপ্তি ও রিয়েলিটি চেক

আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর আসর। তার আগে যুক্তরাষ্ট্রের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ আছে। ঘরের মাঠে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ছিল প্রস্তুতির অংশ। 

জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতলেও পারফরম্যান্সে মন ভরার কথা নয়। বিশেষ করে ব্যাটারদের ফর্ম কপালে চিন্তার ভাজ স্পষ্ট করেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটও তেমন হাসেনি। 

তবুও সিরিজ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, 

'আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ গিয়েছে। সিরিজ জিতলে অবশ্যই আত্মবিশ্বাস বাড়ে। তৃপ্তির জায়গা বলব আমাদের যেসব পরীক্ষার জায়গা ছিল, যেসব বিষয় দেখার ছিল… ক্লোজ ম্যাচ জিতেছি। একটা ম্যাচে টপ অর্ডার খুব ভালো শুরু এনে দিয়েছে। আজ মিডল অর্ডার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। রিশাদ পুরো সিরিজে ভালো বোলিং করেছে। এভাবে অনেক ইতিবাচক দিকই আছে। আমরা যা যা আশা করেছিলাম, প্রায় তার কাছাকাছি যেতে পেরেছি।' 

 

শান্ত বলছেন, স্পিনারদের পারফরম্যান্স সন্তোষজনক। ব্যাটারদের টুকরো টুকরো কিছু সাফল্যের উদাহরণ দিলেও উন্নতির জায়গা যে আছে তা আড়াল করেননি অধিনায়ক। 

শান্ত বলেন, 'স্পিনাররা খুব ভালো বোলিং করেছে। রিশাদ ভালো করেছে। শেখ মেহেদীও ভালো করেছে, মাঝখানে ওকে বিরতি দিয়ে তানভীরকে দুই ম্যাচ খেলানো হয়েছে সে-ও ভালো করেছে। এই জিনিসগুলো ভালো ছিল। জাকেরের আজকের এবং মাঝখানের একটা ইনিংস… ছোট ছোট বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা কাছাকাছি যেতে পেরেছি। তবে উন্নতির জায়গা তো অবশ্যই আছে। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। পুরো সিরিজে উইকেট ব্যাটিং বান্ধব ছিল না। ব্যাটাররা এর মধ্য দিয়েই ভালো করার চেষ্টা করেছে।' 

'টপ অর্ডারে যদি আরও ভালো ব্যাট করতে পারি ভালো হবে। মোমেন্টাম জরুরী। তবে যে উইকেটে খেললাম, এটা নিয়ে বেশি চিন্তার কিছু নেই।' 

প্রথম চার ম্যাচে খুব স্বস্তিদায়ক না হলেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ, শেষ ম্যাচে অবশ্য জয় ধরা দেয়নি। ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজার দাপুটে ব্যাটিংয়ে হার। এটাকে অবশ্য রিয়েলিটি চেক ভাবছেন না শান্ত।

তিনি বলেন, 'আমার কাছে মনে হয় না। যে রান করেছি এই উইকেটে যথেষ্ট ছিল। রাজা এবং বেনেট দারুণ ব্যাটিং করেছে, কোনো সুযোগই দেয়নি। তাদের কৃতিত্ব দিতেই হবে।'    

'আমরা প্রতি ম্যাচেই সিরিয়াস ছিলাম। একটা ম্যাচও হারতে চাইনি, হারের দরকারও ছিল না। ম্যাচ জিতলে ভালো লাগে। আজ জিততে পারিনি, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হবে। তারা ভালো ক্রিকেট খেলেছে। ' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three