Image

দুই ওপেনারের ব্যাটে চা বিরতিতে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুই ওপেনারের ব্যাটে চা বিরতিতে বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটে চা বিরতিতে বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটে চা বিরতিতে বাংলাদেশ

চেন্নাই টেস্ট জিততে ৫১৫ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। তখন প্রায় আড়াই দিনের খেলা বাকি, ১০ উইকেটে বাংলাদেশ এই পাহাড়সম টার্গেট টপকাতে পারলেই লেখা হয়ে যাবে ইতিহাস। দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে ১৩ ওভার খেলে জাকির-সাদমান মিলে করেন ৫৬ রান। 

টেস্টে ভারতের বিরুদ্ধে তাদের মাঠে বাংলাদেশের ওপেনিংয়ে প্রথম ৫০ রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত চা বিরতির আগে বাংলাদেশ ব্যাট করতে পারে ১৩ ওভার, বিনা উইকেটে স্কোরবোর্ডে রান ৫৬। এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ৪৫৯ রান। হাতে বাকি পুরো ১০ উইকেট আর ৭ সেশন। 

৫১৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় বলেই জাসপ্রীত বুমরাহকে বাউন্ডারি হাঁকান। ওভারের পঞ্চম ডেলিভারিতে আরও এক বাউন্ডারি পেয়ে যান জাকির। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে ভারতীয় পেস অ্যাটাককে চ্যালেঞ্জ জানাতে থাকে দুই ওপেনার। প্রায় অসম্ভব লক্ষ‍্য তাড়া করতে নেমে বাংলাদেশ অবশ্য শুরুটা করে দেখে-শুনে। 

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ৫১৪ রানে লিড নেওয়া দলটি বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিয়েছে। ৪র্থ ইনিংসে ৪০০ রানের বেশি টার্গেট পাওয়া এমন ২০ ম্যাচের একটিতেও জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে একটিতে অবশ্য ড্র করতে পারে বাংলাদেশ, বাকি ১৯ ম্যাচেই পরাজয়ের স্বাদ।

চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট বোলারদের সুবিধা দেবে আরও বেশি, এ জন্য একটু দ্রুত রান তুলতে হবে। তা করে ফেললে ইতিহাসই গড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত কোন দলই ৪১৮ রানের বেশি টার্গেট নিয়ে জিততে পারেনি। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রানের টার্গেট নিয়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three