Image

আজ থেকে শুরু বাংলাদেশ দলের ৫ দিনের অনুশীলন ক্যাম্প

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আজ থেকে শুরু বাংলাদেশ দলের ৫ দিনের অনুশীলন ক্যাম্প

আজ থেকে শুরু বাংলাদেশ দলের ৫ দিনের অনুশীলন ক্যাম্প

আজ থেকে শুরু বাংলাদেশ দলের ৫ দিনের অনুশীলন ক্যাম্প

ফরচুন বরিশালের শিরোপা জয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এক মাসের বেশি লম্বা সময়ের টুর্নামেন্ট শেষেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা আজ থেকে মিরপুরে শুরু করবেন অফিসিয়াল প্র্যাক্টিস।

বিপিএল আসরের পর্দা নামতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা খেলোয়াড়দের আগামী পাঁচ দিনের কার্যক্রম। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন করবে পুরো দল, নেতৃত্বে থাকবেন হেড কোচ ফিল সিমন্স। 

গত রাতে বিপিএল শিরোপা জয়ের আনন্দ-উদযাপন করে আজ দুপুর ২টায় জাতীয় দলের অনুশীলনে থাকবেন নাজমুল হোসেন শান্ত। আগামীকাল ও পরশু একই সময়ে অনুশীলন শুরু হলেও তা গড়াবে ফ্লাডলাইটের আলোতে। 

এরপর ১১ ও ১২ ফেব্রুয়ারি দিনের বেলা অনুশীলন সম্পন্ন করে বাংলাদেশ দল পরদিন যাবে পাকিস্তানে। বাংলাদেশ দল ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে যাবে পাকিস্তান। এরপর দুবাই যাওয়ার আগে পাকিস্তানে দু’দিন অনুশীলন করবে মুশফিক-রিয়াদরা।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। 

রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three