হাসানের ফাইফারের পর বাংলাদেশের নেই ৩ উইকেট
হাসানের ফাইফারের পর বাংলাদেশের নেই ৩ উইকেট
হাসানের ফাইফারের পর বাংলাদেশের নেই ৩ উইকেট
ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ৫ উইকেট পেলেন হাসান মাহমুদের। আর তাতেই প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট ভারত। আজ সকালে অবশ্য জাদেজা-অশ্বিনকে ফিরিয়ে তাসকিন দারুণভাবে রাখেন অবদান। এরপর অবশ্য ব্যাট করতে নেমে বাংলাদেশ হারিয়ে বসে দুই ওপেনার ও মুমিনুল হককে। টানা দুই বলে জাকির ও মুমিনুলকে তুলে নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন আকাশ দ্বীপ। এখনও ৩৫০ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে বাকি ৭ উইকেট।
জাসপ্রীত বুমরাহ শুরুর ওভারেই ভাঙেন সাদমান ইসলামের স্টাম্প। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম দুই ডেলিভারিতে আকাশ দ্বীপ ভাঙেন জাকির হাসান আর মুমিনুল হকের স্টাম্প। বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই হারায় ওপেনার সাদমান ইসলামকে। জাসপ্রীত বুমরাহর ইনসুইং ডেলিভারি বুঝতে পারেননি সাদমান, বল ছেড়ে দিয়ে হলেন বোল্ড। টানা দুই বলে জাকির ও মুমিনুলকে তুলে নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন আকাশ দ্বীপ। দুই জনকেই বোল্ড করেন আকাশ। দলীয় ২২ রানে বাংলাদেশ হারায় তৃতীয় উইকেট।
তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তখন সঙ্গী হিসেবে পান মুশফিকুর রহিমকে। এই দুইজন অপরাজিত থেকে বাংলাদেশকে নিয়ে গেলেন লাঞ্চে। ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৬ রান। শান্ত ১৫ ও মুশফিকুর রহিম ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনে নামবেন।
চেন্নাই টেস্টের প্রথম দিনে রোহিত-কোহলিদের নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন হাসান মাহমুদ। কালই ৪ উইকেট পাওয়া হাসান অপেক্ষায় ছিলেন ফাইফারের। আজ শেষ ব্যাটার বুমরাহকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেটের স্বাদ পেয়ে গেলেন এই তরুণ পেসার। সাদা পোশাকে পরপর দুই ইনিংসে হাসান মাহমুদের এই ফাইফার কীর্তি। হাসান-তাসকিন আধিপত্য বিস্তার করে ভারতকে গুঁড়িয়ে দেন ৩৭৬ রানে।
হাসান মাহমুদের ফাইফারের দিনে তাসকিন আহমেদ শিকার করেন ৩ উইকেট। চেন্নাইয়ের আজকের সকালে অবশ্য ভারতকে দ্রুত গুঁড়িয়ে দিতে তাসকিনই রাখেন বড় ভূমিকা। একে-একে তুলে নেন দুই সেট ব্যাটার জাদেজা-অশ্বিন ও আকাশ দ্বীপকে। শেষ ব্যাটার জাসপ্রীত বুমরাহকে ফিরিয়ে হাসান মাহমুদ মাতেন ফাইফার উদযাপনে। প্রথম ইনিংসে ভারত শেষ ৩৭৬ রানে।
আগের দিনের ৩৩৯ রান নিয়ে আজ ফের ব্যাটিংয়ে নামে ভারত। এদিন ১১.২ ওভারের বেশি খেলতে পারেনি ভারত, বাকি ৪ ব্যাটার সহজেই হারিয়ে বসেন উইকেট। আগের দিন উইকেটশূন্য থাকা তাসকিন আহমেদ আজ জ্বলে উঠলেন দারুণভাবে। ৮৬ রানে অপরাজিত থাকা জাদেজা আজ নামের পাশে এক রানও যোগ করতে পারেননি। এরপর আকাশ দ্বীপের উইকেটও দখলে নেন তাসকিন। একা হাতে ফেরান সেঞ্চুরি হাঁকানো রবিচন্দ্রন অশ্বিনকেও।
ব্যক্তিগত ১১৩ রানে অশ্বিন উইকেট হারালে ভারতের ইনিংস গুটিয়ে যাওয়া ছিল কেবল সময়ের ব্যাপার। অন্যদিকে ১ উইকেটের জন্য ফাইফার পূর্ণ করতে পারছিলেন না হাসান মাহমুদ। তবে তার ঝুলিতে এলো ভারতের শেষ উইকেট। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারের এটি দ্বিতীয় ফাইফার হাসানের। আগেরটা অবশ্য এই মাসের শুরুতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে। পাকিস্তান থেকে ভারত, নিজেই নিজেকে ছাড়িয়ে গেলেন হাসান মাহমুদ।