Image

পাঁচ রানে এগিয়ে বাংলাদেশ, তবে ম্যাচ শুরু ৯ঃ৪০ মিনিটে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগেআপডেট: 1 ঘন্টা আগে
পাঁচ রানে এগিয়ে বাংলাদেশ, তবে ম্যাচ শুরু ৯ঃ৪০ মিনিটে

পাঁচ রানে এগিয়ে বাংলাদেশ, তবে ম্যাচ শুরু ৯ঃ৪০ মিনিটে

পাঁচ রানে এগিয়ে বাংলাদেশ, তবে ম্যাচ শুরু ৯ঃ৪০ মিনিটে

বাংলাদেশের ইনিংসের ৭.২ ওভারের মাঝে দুইবার চট্টগ্রামের মাঠে বৃষ্টি। ডিএলএস মেথড বলছে, ১ উইকেটে ৪৪ রান সংগ্রহ করা বাংলাদেশ এগিয়ে আছে ৫ রানে। অর্থাৎ বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে না গড়ালে বাংলাদেশ জিতবে ৫ রানে। কিন্তু এর মাঝেই মিলল সুখবর, ম্যাচ শুরু হবে রাত ৯টা ৪০ মিনিটে। কাটা হবে না কোনো ওভার। 

১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নতুন বলে ফের উইকেট হারালেন লিটন দাস। ব্লেসিং মুজারাবানির গতি আর সুইংয়ে মিডল স্টাম্প হারিয়ে লিটন প্যাভিলিয়নে ফেরত যান কেবল ১ রান নিয়ে। ব্যাট-প্যাডের গ্যাপেই লিটনের স্টাম্প উড়িয়ে দেন মুজারাবানি। ৩ ওভারে বাংলাদেশের রান যখন ১০, তখন চট্টগ্রামে আঘাত হানে বেরসিক বৃষ্টি। 

ম্যাচ কিছুসময় বন্ধ থাকার পর রাত ৮টা ৫৫ মিনিটে আবার মাঠে নামে দু'দল। আবার রাত ৯টা ১২ মিনিটে ফের বৃষ্টির আগমন। ৭.২ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে তখন ৪৪ রান। তানজিদ হাসান তামিম ২৮ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। 

ম্যাচ জিততে হলে ৭৬ বলে বাংলাদেশকে করতে হবে আরও ৮১ রান, হাতে বাকি ৯ উইকেট। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three